Ajker Patrika

বাকৃবিতে ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে অভিযোগ, রাতভর হলের বাইরে ছাত্রীরা

বাকৃবি প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২২, ১২: ৪১
বাকৃবিতে ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে অভিযোগ, রাতভর হলের বাইরে ছাত্রীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাখা ছাত্রলীগের এক নেত্রীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের একটি কক্ষ দখলের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল রাতে ওই কক্ষের আবাসিক ছাত্রীসহ প্রায় ২০ জন ছাত্রী হলের বাইরে অবস্থান নেন এবং রাতভর আন্দোলন করেন। 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের সামনে এ ঘটনা ঘটে। দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত হলের বাইরে গেটের সামনে অবস্থান নেন ছাত্রীরা। পরবর্তীতে ওই হলের প্রভোস্ট এসে কক্ষটি তালাবদ্ধ করেন এবং তদন্ত কমিটি গঠন করে বিষয়টি সমাধান করবেন বলে আন্দোলনকারীদের আশ্বাস দেন। প্রভোস্টের আশ্বাসে ছাত্রীরা আন্দোলন থামিয়ে নিজ নিজ কক্ষে চলে যান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মহির উদ্দীন, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, বেগম রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামসহ সহকারী প্রক্টররা এসে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

হল সূত্রে জানা যায়, দখলকৃত কক্ষটি বেগম রোকেয়া হলের মূল ভবনের ৩০৩ নম্বর কক্ষ। এটি মূলত চারটি সিটের একটি কক্ষ। বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুরাইয়া আঁখি ওই কক্ষে থাকেন।

এদিকে বাকৃবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই বেগম রোকেয়া হল নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করেন নতুন কমিটির পদপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত জাহান রিজা এবং তানজিনা শিকদার প্রিয়া। এরপর থেকে শুরু হয় হলে রুম দখলের কার্যক্রম। আঁখি বেশ কিছুদিন ধরে বাড়িতে অবস্থান করায় তাঁর কক্ষের তালা ভেঙে কক্ষটি দখল করেন ছাত্রলীগ নেত্রী রিজা ও তাঁর সমর্থকেরা। এই অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আঁখি।

অভিযোগকারী শিক্ষার্থী সুরাইয়া আঁখি বলেন, ‘আমি ছুটিতে বেশ কিছুদিন বাড়িতে ছিলাম। হলে এসে দেখি আমার কক্ষটি ছাত্রলীগের নেত্রী রিজা ও তাঁর সমর্থক দখল করে নিয়েছেন এবং আমাকে ওই কক্ষে ঢুকতে দিচ্ছেন না। গত রবিবার রাত থেকে আমি ওই কক্ষের বাইরে অবস্থান করছি। আমি হল প্রশাসনকে অবহিত করলে তাঁরা বিষয়টি প্রথমে আমলে নেননি। এ ঘটনার কোনো সুরাহা না হওয়ায় আন্দোলন শুরু করি।’

এদিকে আন্দোলন চলাকালে ভুক্তভোগী আঁখির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং আন্দোলনের নেতৃত্ব দেন ছাত্রলীগ নেত্রী তানজিলা শিকদার প্রিয়া। 

ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান রিজা বলেন, ‘হল প্রশাসনের সম্মতিতে অনেক দিন তালাবদ্ধ থাকায় ওই কক্ষে আমরা উঠেছি। চারটি সিটের মধ্যে তিনটি খালি ছিল, যেগুলোতে আমরা উঠেছি। কাউকেই কক্ষ থেকে বের করে দেওয়া হয়নি বা কোনো রকম হয়রানি করা হয়নি। আমাদের বিরুদ্ধে করা সবগুলো অভিযোগ মিথ্যা। আমরা কক্ষে ওঠার পর উল্টো আমাদের তালাবদ্ধ করে রাখা হয়েছিল।’

এ বিষয়ে প্রভোস্ট অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম জানান, ‘আমরা কক্ষটি হল প্রশাসনের আয়ত্তে নিয়েছি। কক্ষটি তালাবদ্ধ করে সিলগালা করা হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত