Ajker Patrika

ত্রিশালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৫: ০৭
ত্রিশালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। স্ত্রী নার্গিস আক্তার (৩৫) ঘটনাস্থলে এবং স্বামী ইমাদুল হোসেন (৩৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে। ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে উপজেলার ত্রিশাল-বালিপাড়া রোডের বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

বালিপাড়াগামী মোটরসাইকেল (কুষ্টিয়া-ল-১২-৭৪৫৯) ও ত্রিশালগামী বালুবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২৪-১০-৫৫) এই মুখোমুখি সংঘর্ষ হয়। 

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ইমাদুল হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার গাছের দিয়ার টলটলিপাড়া গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে। তিনি স্ত্রীসহ ঢাকার কোনাবাড়ী থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ময়মনসিংহের নান্দাইল যাচ্ছিলেন। যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত