ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ বৃহস্পতিবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান তাঁর প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে সেখানেও প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখা হয়। এরপর তিনি হাইকোর্টে রিট করেন।
আদালতে এসএম শাহীনুজ্জামান শাহীনের পক্ষে রিট শুনানি করেন ব্যারিস্টার এরশাদ, অ্যাডভোকেট মো. জুয়েল, অ্যাডভোকেট সামিউল ইসলাম, অ্যাডভোকেট এ এস এম রেজাউন প্রমুখ।
স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের নেতা এসএম শাহীনুজ্জামান শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছি। মূলত এলাকাবাসীর দাবির প্রেক্ষিতেই প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেছিলাম। এখন নির্বাচনী প্রচারণা চালাব। প্রার্থিতা ফিরে পাওয়ায় এলাকাবাসী অনেক খুশি হয়েছে। আশা রাখি, ব্যাপক ভোটের ব্যবধানে আমরা বিজয় হব।’
এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হাইকোর্টে তাঁর প্রার্থিতা ফেরত পেয়েছেন কি না, এ বিষয়ে অফিসিয়ালভাবে এখনো পর্যন্ত কোনো কাগজপত্র পাইনি।’
জামালপুর-২ (ইসলামপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। আরও প্রার্থী হয়েছেন ঢাকা বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাজাহান আলী মণ্ডল (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জিয়াউল হক জিয়া (স্বতন্ত্র), জাতীয় পার্টির মনোনীত দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং তৃণমূল বিএনপি নেতা অ্যাডভোকেট মো. হোসেন রেজা বাবু।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ বৃহস্পতিবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান তাঁর প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে সেখানেও প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখা হয়। এরপর তিনি হাইকোর্টে রিট করেন।
আদালতে এসএম শাহীনুজ্জামান শাহীনের পক্ষে রিট শুনানি করেন ব্যারিস্টার এরশাদ, অ্যাডভোকেট মো. জুয়েল, অ্যাডভোকেট সামিউল ইসলাম, অ্যাডভোকেট এ এস এম রেজাউন প্রমুখ।
স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের নেতা এসএম শাহীনুজ্জামান শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছি। মূলত এলাকাবাসীর দাবির প্রেক্ষিতেই প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেছিলাম। এখন নির্বাচনী প্রচারণা চালাব। প্রার্থিতা ফিরে পাওয়ায় এলাকাবাসী অনেক খুশি হয়েছে। আশা রাখি, ব্যাপক ভোটের ব্যবধানে আমরা বিজয় হব।’
এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হাইকোর্টে তাঁর প্রার্থিতা ফেরত পেয়েছেন কি না, এ বিষয়ে অফিসিয়ালভাবে এখনো পর্যন্ত কোনো কাগজপত্র পাইনি।’
জামালপুর-২ (ইসলামপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। আরও প্রার্থী হয়েছেন ঢাকা বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাজাহান আলী মণ্ডল (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জিয়াউল হক জিয়া (স্বতন্ত্র), জাতীয় পার্টির মনোনীত দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং তৃণমূল বিএনপি নেতা অ্যাডভোকেট মো. হোসেন রেজা বাবু।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে (ক্যাম্প) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক নারী সদস্যকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটকের চেষ্টা করলে রোহিঙ্গা যুবকদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি হয়। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে
৬ মিনিট আগেভোলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকের মধ্যে সংঘর্ষের জেরে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এতে করে আজ সোমবার সকাল থেকে অভ্যন্তরীণ পাঁচ পথে বাস চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
৮ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে ওসির নাম করে বিধান মৃধা নামের এক দোকানির কাছ থেকে দশ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে মো. মনির হোসেন নামের এক সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে। মনির হোসেন উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামের বাসিন্দা। ওই ভুক্তভোগী একই ইউনিয়নের জুলুহার গ্রামের বাসিন্দা।
২৩ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে ইশরাত জাহান (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৩০ মিনিট আগে