Ajker Patrika

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রাইভেটকার চালক নিহত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৩, ২২: ০২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রাইভেটকার চালক নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় কামরুল (৩৭) নামের এক বাংলাদেশি প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছোনপঁচা গ্রামের তনছেন মণ্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কামরুলের খালাতো ভাই মিজানুর রহমান।

জানা গেছে, জীবিকার তাগিদে ৩ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান কামরুল। সেখানে তিনি প্রাইভেটকার চালাতেন। প্রতিদিনের মতো প্রাইভেট নিয়ে বের হলে বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে রিয়াদ শহরে গাড়ি থামিয়ে নামার সময় পেছন থেকে অন্য একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান।

বর্তমানে তার লাশ রিয়াদ শহরের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত কামরুলের একটি স্ত্রী ২টি ছেলে সন্তান রয়েছে। এদিকে কামরুলের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত