গোপালগঞ্জ ও গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
চলন্ত ট্রেনে আবারও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে আন্তনগর যমুনা ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে দুটি ট্রেনে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় দুই ট্রেনের দুজন যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন আন্তনগর যমুনার যাত্রী আনোয়ার হোসেন (৫৬) এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রী তামান্না তন্নী।
ঢাকা থেকে জামালপুরগামী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি শনিবার রাত সাড়ে ৮টার দিকে গফরগাঁও স্টেশনের আউটার সিগন্যাল পার হওয়ার সময় রেললাইনের পাশ থেকে কেউ পাথর ছুড়ে মারে। গফরগাঁও জিআরপি ফাঁড়ির এসআই শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পর শনিবার রাতে এবং গতকাল রোববার সকালে গফরগাঁও স্টেশনের আশপাশে অভিযান চালানো হয়েছে বলেও জানান তিনি। তবে কাউকে আটক করা যায়নি।
ওই ট্রেনের যাত্রী আলামিন জানান, আউটার সিগন্যাল পার হওয়ার সময় এক নারী যাত্রীকে লক্ষ্য করে পাথরটি নিক্ষেপ করা হয়। তিনি মাথা সরিয়ে নিলে তাঁর পাশের যাত্রী আনোয়ার হোসেনের কপাল ফেটে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে ওই ট্রেনেই তিনি গন্তব্যে চলে যান।
আহত আনোয়ারের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া এলাকায়। তিনি সরিষাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক।
পাথর নিক্ষেপের অপর ঘটনাটি ঘটেছে ফরিদপুরে। রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি শনিবার রাত সাড়ে ৮টার দিকে বোয়ালমারী স্টেশনে অতিক্রমের সময় এ ঘটনা ঘটে। এতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তামান্না আহত হন।
তামান্নার সহপাঠী মনিরুল ইসলাম জানান, বোয়ালমারী স্টেশন পার হওয়ার সময় তামান্না হঠাৎ চিৎকার করে ওঠে। কাছে গিয়ে দেখতে পাই, তাঁর মাথা থেকে রক্ত ঝরছে। চলন্ত ট্রেনেই তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। গোপালগঞ্জ পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তামান্নাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বশেমুরবিপ্রবির প্রক্টর ড. রাজিউর রহমান জানান, খবর পেয়ে আহত ছাত্রীকে হাসপাতালে নিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তাঁর খোঁজখবর নেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাঁকে সাহায্যও করা হবে।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানান, শনিবার রাত সোয়া ১০টার দিকে ওই ছাত্রীকে হাসপাতালে আনা হয়। সারা রাত তাকে পর্যবেক্ষণে রাখা হয়। রোববার সকাল নাগাদ সে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
অতিরিক্ত জনবল নিয়োগের সুপারিশ
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে অতিরিক্ত জনবল নিয়োগের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে রেলপথ বিভাগের পক্ষ থেকে জনবল বাড়ানোর কথা বলা হলে সংসদীয় কমিটি তাতে সায় দেয়। বৈঠক শেষে কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ঠেকাতে মন্ত্রণালয় তাদের পদক্ষেপের বিষয়ে অবহিত করেছে। তারা জানিয়েছে, বিদ্যমান জনবলের সঙ্গে আরও ১৫০০ জন বাড়ানো গেলে কাজটা সহজ হবে। আমরা জনবল বাড়ানোর সুপারিশ করেছি।
গত শনিবার টুঙ্গিপাড়া এক্সপ্রেসে পাথর নিক্ষেপে ছাত্রীর আহত হওয়ার ঘটনায় সমবেদনা জানিয়েছে কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নূর, শফিকুল আজম খাঁন, সাইফুজ্জামান, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি।
চলন্ত ট্রেনে আবারও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে আন্তনগর যমুনা ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে দুটি ট্রেনে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় দুই ট্রেনের দুজন যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন আন্তনগর যমুনার যাত্রী আনোয়ার হোসেন (৫৬) এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রী তামান্না তন্নী।
ঢাকা থেকে জামালপুরগামী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি শনিবার রাত সাড়ে ৮টার দিকে গফরগাঁও স্টেশনের আউটার সিগন্যাল পার হওয়ার সময় রেললাইনের পাশ থেকে কেউ পাথর ছুড়ে মারে। গফরগাঁও জিআরপি ফাঁড়ির এসআই শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পর শনিবার রাতে এবং গতকাল রোববার সকালে গফরগাঁও স্টেশনের আশপাশে অভিযান চালানো হয়েছে বলেও জানান তিনি। তবে কাউকে আটক করা যায়নি।
ওই ট্রেনের যাত্রী আলামিন জানান, আউটার সিগন্যাল পার হওয়ার সময় এক নারী যাত্রীকে লক্ষ্য করে পাথরটি নিক্ষেপ করা হয়। তিনি মাথা সরিয়ে নিলে তাঁর পাশের যাত্রী আনোয়ার হোসেনের কপাল ফেটে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে ওই ট্রেনেই তিনি গন্তব্যে চলে যান।
আহত আনোয়ারের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া এলাকায়। তিনি সরিষাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক।
পাথর নিক্ষেপের অপর ঘটনাটি ঘটেছে ফরিদপুরে। রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি শনিবার রাত সাড়ে ৮টার দিকে বোয়ালমারী স্টেশনে অতিক্রমের সময় এ ঘটনা ঘটে। এতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তামান্না আহত হন।
তামান্নার সহপাঠী মনিরুল ইসলাম জানান, বোয়ালমারী স্টেশন পার হওয়ার সময় তামান্না হঠাৎ চিৎকার করে ওঠে। কাছে গিয়ে দেখতে পাই, তাঁর মাথা থেকে রক্ত ঝরছে। চলন্ত ট্রেনেই তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। গোপালগঞ্জ পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তামান্নাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বশেমুরবিপ্রবির প্রক্টর ড. রাজিউর রহমান জানান, খবর পেয়ে আহত ছাত্রীকে হাসপাতালে নিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তাঁর খোঁজখবর নেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাঁকে সাহায্যও করা হবে।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানান, শনিবার রাত সোয়া ১০টার দিকে ওই ছাত্রীকে হাসপাতালে আনা হয়। সারা রাত তাকে পর্যবেক্ষণে রাখা হয়। রোববার সকাল নাগাদ সে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
অতিরিক্ত জনবল নিয়োগের সুপারিশ
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে অতিরিক্ত জনবল নিয়োগের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে রেলপথ বিভাগের পক্ষ থেকে জনবল বাড়ানোর কথা বলা হলে সংসদীয় কমিটি তাতে সায় দেয়। বৈঠক শেষে কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ঠেকাতে মন্ত্রণালয় তাদের পদক্ষেপের বিষয়ে অবহিত করেছে। তারা জানিয়েছে, বিদ্যমান জনবলের সঙ্গে আরও ১৫০০ জন বাড়ানো গেলে কাজটা সহজ হবে। আমরা জনবল বাড়ানোর সুপারিশ করেছি।
গত শনিবার টুঙ্গিপাড়া এক্সপ্রেসে পাথর নিক্ষেপে ছাত্রীর আহত হওয়ার ঘটনায় সমবেদনা জানিয়েছে কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নূর, শফিকুল আজম খাঁন, সাইফুজ্জামান, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি।
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
২৪ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে