Ajker Patrika

কলমাকান্দায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১১: ১৪
কলমাকান্দায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

নেত্রকোনার কলমাকান্দায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানিয়েছেন, এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলো উপজেলার লেংগুড়া ইউপির গোয়াতলা গ্রামের আবু বকর (১৭), মাসুদ মিয়া (১৭) এবং গোবিন্দপুর গ্রামের সুমন মিয়া (২৩)। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে একসঙ্গে ছয়টি মোটরসাইকেলে করে কিছু কিশোর-তরুণ সড়ক অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন দুর্ঘটনাস্থলেই মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যায়।

এ ছাড়া এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনকে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত