Ajker Patrika

প্রাইভেট পড়তে গিয়ে ময়মনসিংহ জিলা স্কুলের ছাত্র নিখোঁজ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৪: ২১
প্রাইভেট পড়তে গিয়ে ময়মনসিংহ জিলা স্কুলের ছাত্র নিখোঁজ

ময়মনসিংহে প্রাইভেট পড়তে গিয়ে গত দুই দিন আগে আমবে বিন মারুফ (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়। গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে প্রাইভেট শেষে সানকিপাড়া থেকে ফেরার পথে নিখোঁজ হয় সে। 

নিখোঁজ মারুফ নগরীর ভাটিকাশর এলাকার রুহুল আমিনের ছেলে। সে ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। 

এ ঘটনায় মারুফের বাবা রুহুল আমিন বাদী হয়ে ওই দিন রাতেই কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

এ বিষয়ে নিখোঁজ স্কুলছাত্রের বাবা মো. রুহুল আমিন বলেন, ‘গত বৃহস্পতিবার নগরীর কৃষ্টপুরের নিজ বাসা থেকে সানকিপাড়া এলাকায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও সে বাসায় ফেরেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি নিখোঁজ হওয়ার আগে তার বন্ধুদের সঙ্গে ছিল। পরে আর সে বাসায় ফেরেনি।’

রুহুল আমিন আরও বলেন, ‘আমার ছেলে যদি অপহরণ হতো, তাহলে অবশ্যই অপহরণকারীরা ফোন করে মুক্তিপণ চাইতো। তবে এখনো পর্যন্ত কেউ কোনো ফোন করেনি। আমার ধারণা, তার বন্ধুদের সঙ্গে দ্বন্দ্বে তাকে লুকিয়ে রাখা হয়েছে।’ 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এসআই আনিসুর রহমান বলেন, ‘নিখোঁজ স্কুলছাত্র মারুফকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত