Ajker Patrika

আলোকিত মানুষ হতে গেলে স্মার্টফোন ছাড়তে হবে: শেরপুরের ডিসি 

নকলা (শেরপুর) প্রতিনিধি:
আলোকিত মানুষ হতে গেলে স্মার্টফোন ছাড়তে হবে: শেরপুরের ডিসি 

শেরপুরের জেলা প্রশাসক মোমিনুর রশিদ বলেছেন, পড়ালেখা ছেড়ে ছাত্র-ছাত্রীরা এখন স্মার্টফোনের প্রতি আসক্ত হয়ে পড়েছে। তাদেরকে বুঝতে হবে আলোকিত মানুষ হতে গেলে স্মার্টফোন ছাড়তে হবে। পড়ালেখায় মনোযোগী হতে হবে। 

আজ বৃহস্পতিবার সকালে শেরপুরের নকলায় চৌধুরী ছবরুন্নেছা মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ছাত্রীদের ক্লাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জেলা প্রশাসক অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ছেলেমেয়েদের প্রতি সব সময় সজাগ দৃষ্টি রাখুন। তারা কখন কি করছে, কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মেলামেশা করছে। এ বয়সে একবার বিপথগামী হলে তাদের জীবনে অন্ধকার নেমে আসবে। আমাদের সবার একটাই চাওয়া থাকা দরকার আমাদের সন্তান যেন লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে পারে। আলোকিত মানুষ হতে পারে। 

কলেজ অধ্যক্ষ আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত