নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
কাতার বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। ইতিমধ্যে বিশ্বে শুরু হয়েছে উন্মাদনা। বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে বরাবরের মতো বাড়তি উন্মাদনা ছড়িয়ে পড়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। তেমনি এক কিলোমিটার লম্বা আর্জেন্টিনার পতাকা টানিয়ে হইচই ফেলে দিয়েছে নান্দাইলের আর্জেন্টিনা ভক্তরা।
বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলেও বিশ্বকাপ আসর ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা নিজের পছন্দের সমর্থনকারী দলকে সমর্থন জানাতে তোড়জোড় শুরু করেছেন। কেউ নিজের বাড়ির আঙিনায়, গাছে, ছাদে পতাকা, ব্যানার ও ফেস্টুন করে টানিয়ে নিয়েছেন। নিজের পছন্দের দলের বড়সড় পতাকা বানাতে একধরনের প্রতিযোগিতা শুরু হয়।
এবারও ফুটবল নিয়ে এমন একটি আবেগ আর উন্মাদনা দেখা দিয়েছে নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকায়। নান্দাইল চৌরাস্তা বাজার থেকে নান্দাইল রোড রেলওয়ে স্টেশন পর্যন্ত এক কিলোমিটার রাস্তাজুড়ে বিশাল আকৃতির এক পতাকা টানানো হয়েছে। চৌরাস্তা অটো সংগঠনের উদ্যোগে আল-আমিন, আশিক ভূঁইয়া, এমদাদুল হক বাচন, হাফিজুল ইসলাম হাফিজ ও ফাহিম ভূঁইয়া এ পতাকা বানানোর কাজ করেছেন।
নান্দাইল রোড বাজারের টেইলার্স আব্দুল মতিনের দোকানে ছয় দিন লেগেছে বিশাল ৩ হাজার ফুট লম্বা পতাকা সেলাই করতে। লেগেছে ১ হাজার ৫০০ গজ কাপড়। সব মিলে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। বিশাল পতাকাটি তৈরির পেছনে সার্বিক সহযোগিতা করেছেন নান্দাইল বাজারের ব্যবসায়ী মন্ডল অটো হাউজের মালিক ফরিদ উদ্দিন মন্ডল।
সরেজমিন ঘুরে দেখা গেছে, নান্দাইল-তাড়াইল সড়কের নান্দাইল চৌরাস্তা থেকে নান্দাইল রোড রেলওয়ে স্টেশন পর্যন্ত রাস্তার দক্ষিণ পাশে পতাকা টানানো হয়েছে। বাঁশ এবং রাস্তার পাশে লাগানো গাছে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বিশাল আকৃতির পতাকা দেখে রাস্তা দিয়ে চলাচলকারী মানুষ নিজের মোবাইল ফোনে তা ধারণ করে নিচ্ছে।
মো. রিয়াদ নামের এক মোটরসাইকেল আরোহী বলেন, ‘এত বড় পতাকা নান্দাইলে আমার জানামতে কেউ এখনোও টানায়নি। আমি গতকাল শুনেছি পতাকা টানানো হয়েছে, তাই দেখতে এলাম। ভালো লাগছে বিশাল বড় পতাকা দেখে।’
পতাকা সেলাইকাজের কারিগর আব্দুল মতিন বলেন, ‘আমি এবং আমার স্ত্রী মিলে পতাকা সেলাই করেছি। আমার জীবনে এমন বড় পতাকা কখনো সেলাই করা হয়নি ৷ আর্জেন্টিনা দলকে ভালোবাসি। তাই আগ্রহ নিয়ে পতাকা সেলাই করেছি। পারিশ্রমিক যতই দেয় তা নেব, এটার মধ্যে কোনো চাহিদা নেই।’
পতাকা বানানোর উদ্যোক্তাদের মধ্যে আশিক ভূঁইয়া বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের সমর্থন করি। ফেসবুকে, টিভিতে অনেক বড় বড় পতাকা বানানো দেখেছি। গত বিশ্বকাপ থেকে আমাদের পরিকল্পনা ছিল আমরাও বিশাল একটি পতাকা বানাব।’
আশিক ভূঁইয়া আরও বলেন, ‘এটি আর্জেন্টিনা দলের প্রতি আমাদের ভালোবাসা। তবে বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিলে বাংলাদেশকে সমর্থন করতাম। এবার আমরা আশাবাদী আর্জেন্টিনা বিশ্বকাপ নেবে।’
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
কাতার বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। ইতিমধ্যে বিশ্বে শুরু হয়েছে উন্মাদনা। বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে বরাবরের মতো বাড়তি উন্মাদনা ছড়িয়ে পড়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। তেমনি এক কিলোমিটার লম্বা আর্জেন্টিনার পতাকা টানিয়ে হইচই ফেলে দিয়েছে নান্দাইলের আর্জেন্টিনা ভক্তরা।
বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলেও বিশ্বকাপ আসর ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা নিজের পছন্দের সমর্থনকারী দলকে সমর্থন জানাতে তোড়জোড় শুরু করেছেন। কেউ নিজের বাড়ির আঙিনায়, গাছে, ছাদে পতাকা, ব্যানার ও ফেস্টুন করে টানিয়ে নিয়েছেন। নিজের পছন্দের দলের বড়সড় পতাকা বানাতে একধরনের প্রতিযোগিতা শুরু হয়।
এবারও ফুটবল নিয়ে এমন একটি আবেগ আর উন্মাদনা দেখা দিয়েছে নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকায়। নান্দাইল চৌরাস্তা বাজার থেকে নান্দাইল রোড রেলওয়ে স্টেশন পর্যন্ত এক কিলোমিটার রাস্তাজুড়ে বিশাল আকৃতির এক পতাকা টানানো হয়েছে। চৌরাস্তা অটো সংগঠনের উদ্যোগে আল-আমিন, আশিক ভূঁইয়া, এমদাদুল হক বাচন, হাফিজুল ইসলাম হাফিজ ও ফাহিম ভূঁইয়া এ পতাকা বানানোর কাজ করেছেন।
নান্দাইল রোড বাজারের টেইলার্স আব্দুল মতিনের দোকানে ছয় দিন লেগেছে বিশাল ৩ হাজার ফুট লম্বা পতাকা সেলাই করতে। লেগেছে ১ হাজার ৫০০ গজ কাপড়। সব মিলে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। বিশাল পতাকাটি তৈরির পেছনে সার্বিক সহযোগিতা করেছেন নান্দাইল বাজারের ব্যবসায়ী মন্ডল অটো হাউজের মালিক ফরিদ উদ্দিন মন্ডল।
সরেজমিন ঘুরে দেখা গেছে, নান্দাইল-তাড়াইল সড়কের নান্দাইল চৌরাস্তা থেকে নান্দাইল রোড রেলওয়ে স্টেশন পর্যন্ত রাস্তার দক্ষিণ পাশে পতাকা টানানো হয়েছে। বাঁশ এবং রাস্তার পাশে লাগানো গাছে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বিশাল আকৃতির পতাকা দেখে রাস্তা দিয়ে চলাচলকারী মানুষ নিজের মোবাইল ফোনে তা ধারণ করে নিচ্ছে।
মো. রিয়াদ নামের এক মোটরসাইকেল আরোহী বলেন, ‘এত বড় পতাকা নান্দাইলে আমার জানামতে কেউ এখনোও টানায়নি। আমি গতকাল শুনেছি পতাকা টানানো হয়েছে, তাই দেখতে এলাম। ভালো লাগছে বিশাল বড় পতাকা দেখে।’
পতাকা সেলাইকাজের কারিগর আব্দুল মতিন বলেন, ‘আমি এবং আমার স্ত্রী মিলে পতাকা সেলাই করেছি। আমার জীবনে এমন বড় পতাকা কখনো সেলাই করা হয়নি ৷ আর্জেন্টিনা দলকে ভালোবাসি। তাই আগ্রহ নিয়ে পতাকা সেলাই করেছি। পারিশ্রমিক যতই দেয় তা নেব, এটার মধ্যে কোনো চাহিদা নেই।’
পতাকা বানানোর উদ্যোক্তাদের মধ্যে আশিক ভূঁইয়া বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের সমর্থন করি। ফেসবুকে, টিভিতে অনেক বড় বড় পতাকা বানানো দেখেছি। গত বিশ্বকাপ থেকে আমাদের পরিকল্পনা ছিল আমরাও বিশাল একটি পতাকা বানাব।’
আশিক ভূঁইয়া আরও বলেন, ‘এটি আর্জেন্টিনা দলের প্রতি আমাদের ভালোবাসা। তবে বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিলে বাংলাদেশকে সমর্থন করতাম। এবার আমরা আশাবাদী আর্জেন্টিনা বিশ্বকাপ নেবে।’
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
নান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
৭ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
৭ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
৮ ঘণ্টা আগেনীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।
৮ ঘণ্টা আগে