মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পানিধার এলাকায় নিকড়ী ছড়ার পাড় ভেঙে চলাচলের রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অর্ধশতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় দ্রুত ছড়ার ভাঙন রোধ ও সংস্কারের দাবিতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আবেদনপত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বড়লেখা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এবং দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া নিকড়ী ছড়া মিশেছে হাকালুকি হাওরের সঙ্গে। বহু বছর ধরে ছড়ার এক পাড়কে রাস্তা হিসেবে ব্যবহার করছে পানিধার গ্রামের মানুষ।
একসময় নিকড়ী ছড়া ছিল প্রশস্ত ও গভীর। উজান থেকে পাহাড়ি ঢল নামলে তার পানি দ্রুত নামত। কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ছড়ার জায়গা দখল করে স্থাপনা গড়ে তুলেছেন। কোথাও কোথাও ছড়া ভরাট করা হয়েছে। দীর্ঘদিন ধরে ছড়া খনন না হওয়ায় পানি ধারণক্ষমতাও অনেক কমে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই ছড়া উপচে আশপাশের ঘরবাড়ি ও দোকানে পানি ঢুকে পড়ছে। সম্প্রতি ভারী বৃষ্টিতে ছড়ার পাড়ে ব্যাপক ভাঙন দেখা দেয়। এতে চলাচলের রাস্তাটি ভেঙে পড়ে এবং একটি এতিমখানার শিশুদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দা মো. শাহরিয়ার ফাহিম ও সুমন আহমদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা ছড়ার পাড় দিয়ে যাতায়াত করি। আগে ছড়াটি বড় থাকায় পানি সহজেই নেমে যেত। এখন দখল-ভরাটের কারণে তা সংকুচিত হয়ে পড়েছে। সাম্প্রতিক বন্যায় ছড়ার এক পাড় ভেঙে পড়ায় আমাদের চলাচলে চরম দুর্ভোগ হচ্ছে। দ্রুত মেরামত না করলে দুর্ঘটনা ঘটতে পারে।’
জানা গেছে, ছড়ার ভাঙন ঠেকাতে স্থানীয়রা বাঁশের বেড়া দিলেও তা কাজে আসেনি। পানিধার গ্রামের মোহাম্মদ ওয়ালি উল্লাহর বাড়ির পাশে ছড়ার পাড় ভেঙে পড়ায় তাঁর টিনের সীমানাপ্রাচীরও ঝুঁকিতে রয়েছে।
বড়লেখা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বুধবার বিকেলে বলেন, ‘এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে পৌরসভার মাসিক সভায় আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পানিধার এলাকায় নিকড়ী ছড়ার পাড় ভেঙে চলাচলের রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অর্ধশতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় দ্রুত ছড়ার ভাঙন রোধ ও সংস্কারের দাবিতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আবেদনপত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বড়লেখা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এবং দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া নিকড়ী ছড়া মিশেছে হাকালুকি হাওরের সঙ্গে। বহু বছর ধরে ছড়ার এক পাড়কে রাস্তা হিসেবে ব্যবহার করছে পানিধার গ্রামের মানুষ।
একসময় নিকড়ী ছড়া ছিল প্রশস্ত ও গভীর। উজান থেকে পাহাড়ি ঢল নামলে তার পানি দ্রুত নামত। কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ছড়ার জায়গা দখল করে স্থাপনা গড়ে তুলেছেন। কোথাও কোথাও ছড়া ভরাট করা হয়েছে। দীর্ঘদিন ধরে ছড়া খনন না হওয়ায় পানি ধারণক্ষমতাও অনেক কমে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই ছড়া উপচে আশপাশের ঘরবাড়ি ও দোকানে পানি ঢুকে পড়ছে। সম্প্রতি ভারী বৃষ্টিতে ছড়ার পাড়ে ব্যাপক ভাঙন দেখা দেয়। এতে চলাচলের রাস্তাটি ভেঙে পড়ে এবং একটি এতিমখানার শিশুদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দা মো. শাহরিয়ার ফাহিম ও সুমন আহমদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা ছড়ার পাড় দিয়ে যাতায়াত করি। আগে ছড়াটি বড় থাকায় পানি সহজেই নেমে যেত। এখন দখল-ভরাটের কারণে তা সংকুচিত হয়ে পড়েছে। সাম্প্রতিক বন্যায় ছড়ার এক পাড় ভেঙে পড়ায় আমাদের চলাচলে চরম দুর্ভোগ হচ্ছে। দ্রুত মেরামত না করলে দুর্ঘটনা ঘটতে পারে।’
জানা গেছে, ছড়ার ভাঙন ঠেকাতে স্থানীয়রা বাঁশের বেড়া দিলেও তা কাজে আসেনি। পানিধার গ্রামের মোহাম্মদ ওয়ালি উল্লাহর বাড়ির পাশে ছড়ার পাড় ভেঙে পড়ায় তাঁর টিনের সীমানাপ্রাচীরও ঝুঁকিতে রয়েছে।
বড়লেখা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বুধবার বিকেলে বলেন, ‘এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে পৌরসভার মাসিক সভায় আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
৪ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৪ ঘণ্টা আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
৫ ঘণ্টা আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে