গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে আপন বোন ও বড় ভাইয়ের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের সানঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সানঘাট গ্রামের আব্দুল আজিজের মেয়ে জোসনা খাতুন (৫৫) এবং গাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তিনি। অন্যজন জাকিয়া খাতুন (৪৫)। তিনি অভিযুক্ত ব্যক্তির বড় ভাই জাহিদ হোসেনের স্ত্রী। এ ঘটনায় জাহিদ হাসান ও তাঁর আরেক বোন শামিমা খাতুন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
অভিযুক্ত ছোট ভাই মহিবুল ইসলাম ওহিদ (৪৬) সানঘাট গ্রামের আব্দুল আজিজের ছোট ছেলে। ঘটনার পরপরই তিনি পালিয়ে যান।
জাহিদের স্ত্রী জাকিয়া খাতুনের ভাই মেজবাহুর রহমান তোহা জানান, জমিজমা–সংক্রান্ত বিরোধের কারণে তাঁর বোনকে কুপিয়ে হত্যা করেছেন মহিবুল ইসলাম ওহিদ। তিনি তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, মহিবুল ইসলাম ওহিদ ও তাঁর ভাই জাহিদ হোসেনের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমিজমা–সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আজ একটি পুকুরের মাছ তাঁর বোন ও ভাবি দেখতে গেলে এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায় জোসনা খাতুন ও জাকিয়া খাতুনকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আরও দুজন আহত হন।
ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে। মহিবুল ইসলাম ওহিদকে আটকে চেষ্টা চলছে।
মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে আপন বোন ও বড় ভাইয়ের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের সানঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সানঘাট গ্রামের আব্দুল আজিজের মেয়ে জোসনা খাতুন (৫৫) এবং গাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তিনি। অন্যজন জাকিয়া খাতুন (৪৫)। তিনি অভিযুক্ত ব্যক্তির বড় ভাই জাহিদ হোসেনের স্ত্রী। এ ঘটনায় জাহিদ হাসান ও তাঁর আরেক বোন শামিমা খাতুন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
অভিযুক্ত ছোট ভাই মহিবুল ইসলাম ওহিদ (৪৬) সানঘাট গ্রামের আব্দুল আজিজের ছোট ছেলে। ঘটনার পরপরই তিনি পালিয়ে যান।
জাহিদের স্ত্রী জাকিয়া খাতুনের ভাই মেজবাহুর রহমান তোহা জানান, জমিজমা–সংক্রান্ত বিরোধের কারণে তাঁর বোনকে কুপিয়ে হত্যা করেছেন মহিবুল ইসলাম ওহিদ। তিনি তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, মহিবুল ইসলাম ওহিদ ও তাঁর ভাই জাহিদ হোসেনের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমিজমা–সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আজ একটি পুকুরের মাছ তাঁর বোন ও ভাবি দেখতে গেলে এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায় জোসনা খাতুন ও জাকিয়া খাতুনকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আরও দুজন আহত হন।
ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে। মহিবুল ইসলাম ওহিদকে আটকে চেষ্টা চলছে।
রাজধানীর উত্তরখান থেকে কিশোর গ্যাং লিডার ও ছিনতাইকারী দলের নেতা মোরশেদ আলম (৪৮) ও দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। অন্যরা হলেন— মোরশেদের সহযোগী মো. আলম (২৮), মো. হাসানুল (২২), পারুল (৪৮) ও বেবী (৪২)।
৩১ মিনিট আগেস্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি নিচু থাকায় বর্ষাকালে পুরোটাই পানিতে ডুবে যায়। এর ফলে পথচারী ও রিকশা, ভ্যান, মোটরসাইকেলের মতো ছোট যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ এবং অসুস্থ রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও নানারকম সমস্যার সৃষ্টি হচ্ছে।
১ ঘণ্টা আগেবৃহস্পতিবার ভোরে দুই পক্ষের সমর্থকেরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইদন মিয়া। তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য পাঁচজন নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
১ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে মাইশা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা রাতে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাইশা আক্তার কল্যাণপুর গ্রামের মো. এনামুল হকের মেয়ে।
১ ঘণ্টা আগে