মাগুরা প্রতিনিধি
মাগুরায় সাকিব আল হাসানের বাবা খন্দকার মাসরুম রেজা কুটিলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জেলা বিএনপির অফিসে অগ্নিসংযোগের অভিযোগে এ মামলা করা হয়। জুলাই ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট মাগুরা জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবা খন্দকার মাসরুম রেজা কুটিলসহ ৭৯ জনের নাম উল্লেখসহ মামলা করা হয়।
এ ছাড়াও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ১৮ মে মামলাটি করা হয়েছে। বিষয়টি জানাজানি হয় সোমবার (২৬ মে)।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরক আইনের বিভিন্ন ধারায় মামলাটি করা হয়। মামলা বাদী মো. আবু তাহের (৩১)। তিনি সদর উপজেলার পাথরা গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে বিএনপির একজন কর্মী এবং ওই কার্যালয়ের ‘তত্ত্বাবধায়ক’ পরিচয় ১৮ মে মামলা করেন। আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, তবে মামলার তদন্ত চলছে।
অন্য আসামিদের মধ্যে রয়েছে জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ রেজাউল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাকিব আল হাসান তুহিনের নাম।
মামলার অভিযোগে বলা হয়েছে, সাকিব আল হাসানের বাবা নিজে উপস্থিত থেকে আসামিদেরকে দিয়ে ৪ আগস্ট বেলা ৩টার দিকে হাতবোমা, পিস্তল, শটগান, বন্দুক, রামদা, ছ্যানদা, চাপাতি, চায়নিজ কুড়াল, লোহার রড, শাবল নিয়ে শহরের ইসলামপুরপাড়ায় অবস্থিত বিএনপির কার্যালয়ে হামলা চালান।
আসামিরা কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। পরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।
এ সময় কার্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত মাগুরা জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোরের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আসামিরা পরস্পর সংঘবদ্ধ সন্ত্রাসী। তাঁরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী বলে মামলায় বলা হয়েছে।
মাগুরায় সাকিব আল হাসানের বাবা খন্দকার মাসরুম রেজা কুটিলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জেলা বিএনপির অফিসে অগ্নিসংযোগের অভিযোগে এ মামলা করা হয়। জুলাই ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট মাগুরা জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবা খন্দকার মাসরুম রেজা কুটিলসহ ৭৯ জনের নাম উল্লেখসহ মামলা করা হয়।
এ ছাড়াও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ১৮ মে মামলাটি করা হয়েছে। বিষয়টি জানাজানি হয় সোমবার (২৬ মে)।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরক আইনের বিভিন্ন ধারায় মামলাটি করা হয়। মামলা বাদী মো. আবু তাহের (৩১)। তিনি সদর উপজেলার পাথরা গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে বিএনপির একজন কর্মী এবং ওই কার্যালয়ের ‘তত্ত্বাবধায়ক’ পরিচয় ১৮ মে মামলা করেন। আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, তবে মামলার তদন্ত চলছে।
অন্য আসামিদের মধ্যে রয়েছে জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ রেজাউল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাকিব আল হাসান তুহিনের নাম।
মামলার অভিযোগে বলা হয়েছে, সাকিব আল হাসানের বাবা নিজে উপস্থিত থেকে আসামিদেরকে দিয়ে ৪ আগস্ট বেলা ৩টার দিকে হাতবোমা, পিস্তল, শটগান, বন্দুক, রামদা, ছ্যানদা, চাপাতি, চায়নিজ কুড়াল, লোহার রড, শাবল নিয়ে শহরের ইসলামপুরপাড়ায় অবস্থিত বিএনপির কার্যালয়ে হামলা চালান।
আসামিরা কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। পরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।
এ সময় কার্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত মাগুরা জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোরের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আসামিরা পরস্পর সংঘবদ্ধ সন্ত্রাসী। তাঁরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী বলে মামলায় বলা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অবশেষে ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্যানেল ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী আন্দোলনের চবির তিন আলোচিত সমন্বয়ক।
৩ ঘণ্টা আগেআমনের ভরা মৌসুমে কুড়িগ্রামের কয়েকটি স্থানে সারসংকটের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছেন তাঁরা। এতে করে আমন খেতসহ রবিশস্যের আগাম আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
৩ ঘণ্টা আগেভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
৩ ঘণ্টা আগে২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
৪ ঘণ্টা আগে