Ajker Patrika

ফেসবুকে শিক্ষিকার আপত্তিকর ছবি, প্রধান শিক্ষকের বিচার দাবি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৮: ০৩
ফেসবুকে শিক্ষিকার আপত্তিকর ছবি, প্রধান শিক্ষকের বিচার দাবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিনের শাস্তি ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় তাঁর বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

মিছিলটি মির্জাপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দুই শতাধিক বিক্ষুব্ধ জনতা ওই প্রধান শিক্ষকের শাস্তি ও অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। মিছিল শেষে মির্জাপুর আলিম মাদ্রাসার সামনে পাকা সড়কের ওপর এক সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। 

সমাবেশে বক্তারা বলেন, ‘একজন চরিত্রহীন ব্যক্তি কখনো শিক্ষক হিসেবে থাকতে পারে না। যার মধ্যে কোনো আদর্শ নেই, তার কাছে থেকে কোনো  শিক্ষার্থী আদর্শ শিক্ষা গ্রহণ করতে পারে না। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণ দাবি করছি।’ 

ঘটনার ব্যাপারে ভুক্তভোগী শিক্ষিকা বলেন, ‘আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করে আমাদের সামাজিকভাবে হেয় করা হয়েছে। সমাজে আমাদের মানহানি ঘটিয়েছে। এতে চরমভাবে আমাদের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।’

এ ব্যাপারে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করেও তাঁকে পাওয়া যায়নি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রায়হান উদ্দিন আকন্দ বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে বলে জানতে পেরেছি। আগামীকাল শনিবার স্কুলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখব।’ 

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে বলেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা, আহত অর্ধশত

গরম মাড় পড়ে শিশু দগ্ধ, গলা টিপে হত্যার পর বস্তায় ভরে পুকুরে ফেলেন চাচি

পবায় মাইকে স্লোগান দিয়ে খানকা ভাঙচুর, নীরব ছিল দুই গাড়ি পুলিশ

২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী

গোয়ালন্দে পিরের আস্তানায় হামলায় ১ জন নিহত, আশঙ্কাজনক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত