কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের সংবাদে স্ট্রোক করে তাঁর স্ত্রী আকলিমা বেগমের (৬৭) মৃত্যুর অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগীর ছেলে প্রকৌশলী আবুল হায়াত শাহেনশাদ। তিনি বলেন, ‘ঘটনার সময় আমার মা পাশের মুরগির ফার্মে ছিলেন। তখন ঘরের জানালা ভেঙে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে রুমে থাকা এসি বিস্ফোরণ হলে আশপাশের মানুষ ছুটে আসেন। এ সময় মা চিৎকার করে দৌড় দিলে পড়ে যান।
এর কিছুক্ষণ পর তিনি বিষয়টি নিতে না পেরে স্ট্রোক করেন। পরে তাঁকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রকৌশলী আবুল হায়াত বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি আমাদের বাড়ির গেট ভাঙচুর করে, তারপর আবার ১০ ফেব্রুয়ারি বাড়ির পেছনে আগুন দেয় একটা দল। এ সময় আমার ফার্মের কর্মচারীদেরও হুমকি দেয় তারা। ৫ আগস্টের পরও আমাদের বাড়ি ভাঙচুর, আগুন, লুটপাট করা হয়। আমার বাবা বর্তমানে বাড়ি থাকেন না, পলাতক আছেন। তাঁর নামে একাধিক মামলা করা হয়েছে।’
মো. শাহজাহান বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা পরিষদের সাবেক সদস্য।
এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ‘ঘটনা শুনেছি। তবে কীভাবে আগুন লেগেছে, এটা নিশ্চিত করে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জের বাজিতপুরে আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের সংবাদে স্ট্রোক করে তাঁর স্ত্রী আকলিমা বেগমের (৬৭) মৃত্যুর অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগীর ছেলে প্রকৌশলী আবুল হায়াত শাহেনশাদ। তিনি বলেন, ‘ঘটনার সময় আমার মা পাশের মুরগির ফার্মে ছিলেন। তখন ঘরের জানালা ভেঙে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে রুমে থাকা এসি বিস্ফোরণ হলে আশপাশের মানুষ ছুটে আসেন। এ সময় মা চিৎকার করে দৌড় দিলে পড়ে যান।
এর কিছুক্ষণ পর তিনি বিষয়টি নিতে না পেরে স্ট্রোক করেন। পরে তাঁকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রকৌশলী আবুল হায়াত বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি আমাদের বাড়ির গেট ভাঙচুর করে, তারপর আবার ১০ ফেব্রুয়ারি বাড়ির পেছনে আগুন দেয় একটা দল। এ সময় আমার ফার্মের কর্মচারীদেরও হুমকি দেয় তারা। ৫ আগস্টের পরও আমাদের বাড়ি ভাঙচুর, আগুন, লুটপাট করা হয়। আমার বাবা বর্তমানে বাড়ি থাকেন না, পলাতক আছেন। তাঁর নামে একাধিক মামলা করা হয়েছে।’
মো. শাহজাহান বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা পরিষদের সাবেক সদস্য।
এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ‘ঘটনা শুনেছি। তবে কীভাবে আগুন লেগেছে, এটা নিশ্চিত করে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
৩৫ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৫ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৯ ঘণ্টা আগে