প্রতিনিধি, কুমারখালী (কুষ্টিয়া)
ঘটনাটি কুষ্টিয়ার কুমারখালী ইউনিয়নের। তিন মাস আগে মোবাইলে পরিচয় হয় জাহিদুল (২০) এবং নবম শ্রেণির এক ছাত্রীর (১৪)। তিন মাসের যোগাযোগে প্রেম হয়, নেয় বিয়ের সিদ্ধান্ত। এরই ধারাবাহিকতায় গত ৩ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে পালিয়ে দুজন ঢাকায় চলে আসে।
তবে ঢাকায় এসে মত বদলান জাহিদুল, বিয়ে করতে অস্বীকৃতি জানান। এমন পরিস্থিতিতে দুজন আবার গ্রামের বাড়িতে ফিরে আসেন। পরে রোববার দুপুরে বিয়ের দাবিতে শিলাইদহ ইউনিয়নের ছোট মাজগ্ৰামে জাহিদুলের বাড়িতে অনশনে বসে ওই ছাত্রী। তখন জানতে পারে প্রেমিক জাহিদুল প্রায় পাঁচ মাস আগে পারিবারিকভাবে বিয়ে করেছেন। কিন্তু এত দিন কিছুই টের পায়নি নাতুরিয়া মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী।
আজ সোমবার সকালে ওই স্কুলছাত্রী বলে, 'প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর বিয়ের আশ্বাস দিয়ে গত ৩ সেপ্টেম্বর বাড়ি থেকে তুলে নিয়ে আমাকে ঢাকা নিয়ে যায় জাহিদুল। ঢাকা যাওয়ার পর বিয়ে করতে অসম্মতি জানালে কৌশলে ওর সঙ্গে গ্রামে ফিরে আসি এবং রোববার দুপুর থেকে বিয়ের দাবিতে অনশনে বসেছি। অনশনে বসে জানতে পারি জাহিদুল ৫ মাস আগে বিয়ে করেছে।'
এ বিষয়ে জাহিদুল বলেন, মোবাইলে প্রথমে পরিচয় এবং পরে গভীর প্রেম। আমি তাকে বিয়ে করতে রাজি। কিন্তু আমি বিবাহিত হওয়ায় পরিবার মানছে না।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি।
ঘটনাটি কুষ্টিয়ার কুমারখালী ইউনিয়নের। তিন মাস আগে মোবাইলে পরিচয় হয় জাহিদুল (২০) এবং নবম শ্রেণির এক ছাত্রীর (১৪)। তিন মাসের যোগাযোগে প্রেম হয়, নেয় বিয়ের সিদ্ধান্ত। এরই ধারাবাহিকতায় গত ৩ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে পালিয়ে দুজন ঢাকায় চলে আসে।
তবে ঢাকায় এসে মত বদলান জাহিদুল, বিয়ে করতে অস্বীকৃতি জানান। এমন পরিস্থিতিতে দুজন আবার গ্রামের বাড়িতে ফিরে আসেন। পরে রোববার দুপুরে বিয়ের দাবিতে শিলাইদহ ইউনিয়নের ছোট মাজগ্ৰামে জাহিদুলের বাড়িতে অনশনে বসে ওই ছাত্রী। তখন জানতে পারে প্রেমিক জাহিদুল প্রায় পাঁচ মাস আগে পারিবারিকভাবে বিয়ে করেছেন। কিন্তু এত দিন কিছুই টের পায়নি নাতুরিয়া মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী।
আজ সোমবার সকালে ওই স্কুলছাত্রী বলে, 'প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর বিয়ের আশ্বাস দিয়ে গত ৩ সেপ্টেম্বর বাড়ি থেকে তুলে নিয়ে আমাকে ঢাকা নিয়ে যায় জাহিদুল। ঢাকা যাওয়ার পর বিয়ে করতে অসম্মতি জানালে কৌশলে ওর সঙ্গে গ্রামে ফিরে আসি এবং রোববার দুপুর থেকে বিয়ের দাবিতে অনশনে বসেছি। অনশনে বসে জানতে পারি জাহিদুল ৫ মাস আগে বিয়ে করেছে।'
এ বিষয়ে জাহিদুল বলেন, মোবাইলে প্রথমে পরিচয় এবং পরে গভীর প্রেম। আমি তাকে বিয়ে করতে রাজি। কিন্তু আমি বিবাহিত হওয়ায় পরিবার মানছে না।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি।
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) ও ইউনিয়ন বিএনপির সদস্য আবুল হাশেমকে (৫০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার রাতে ছাগলনাইয়া পৌর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ফেনীর আদা
২ মিনিট আগেশরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সুজন সাহা (৫২) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টার দিকে শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন সাহা ওই গ্রামের মৃত হরিদাস সাহার ছেলে। তিনি শরীয়তপুর পৌরসভার আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়
৪ মিনিট আগেদেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও আর্থিক অনটনে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে জুবায়ের ইবনে আল মাহমুদ নামের এক শিক্ষার্থীর। তিনি নাটোরের লালপুরের ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর গ্রামের দরিদ্র রিকশাচালক কামরুজ্জামান ইমন ও মোছা. সাবিনা বেগম দম্পতির বড় ছেলে।
১৬ মিনিট আগেস্মার্ট কার্ড জটিলতায় দিনাজপুরের ফুলবাড়ীতে পাঁচ মাস ধরে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য পায়নি উপজেলার ১৭ হাজার ৮২৫ সুবিধাভোগী পরিবার। দীর্ঘদিন ধরে পণ্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।
১৭ মিনিট আগে