ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও পুলিশ ওই বাড়ি থেকে ককটেল তৈরির সরঞ্জাম, ম্যাগজিন ও একটি রামদা উদ্ধার করেছে। আজ সোমবার উপজেলার ধোপাবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এদিকে ঘটনার পর থেকেই বাড়ির মালিক আশরাফুল ইসলাম আশরাফ পলাতক রয়েছেন। তিনি সদর উপজেলার কুমরাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, উপজেলার ধোপাবিলা গ্রামের বাড়িতে স্ত্রী রওশন আরা খাতুন ও শিশু সন্তান কাইয়ুমকে নিয়ে বসবাস করেন আশরাফুল ইসলাম আশরাফ। এদিন দুপুরে ঘরের ভেতরে কেউ না থাকার কারণে আটকা পড়ে তার শিশু কাইয়ুম। পরে স্থানীয় এক যুবক পেছনের দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢোকেন। এ সময় শিশুটিকে নিয়ে বের হওয়ার সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ আহত হয়নি।
বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাড়িতে তল্লাশি করে একটি অবিস্ফোরিত ককটেল, জর্দার কৌটা, গানপাউডারসহ ককটেল তৈরির সরঞ্জাম, একটি ম্যাগজিন ও বড় আকৃতির একটি রামদা উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি বলেন, ‘আশরাফুল ইসলাম তাঁর তৃতীয় স্ত্রী ও এক সন্তান নিয়ে একতলা এই বাড়িতে বসবাস করেন। আমরা স্থানীয়রা কখনো বাড়ির ভেতরে যাইনি, তবে শুনেছি ভেতরে একটি কক্ষে তাঁর অফিস আছে। সেখানে তিনি রাজনৈতিক আলাপ-আলোচনা করেন।
সে সূত্রে তাঁর বাড়িতে দিনে–রাতে অনেকে যাওয়া-আসা করে। আজ সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আমরা যে যার কাজে ব্যস্ত রয়েছি। দুপুরের দিকে হঠাৎ করে বিকট শব্দ শুনতে পেয়ে বাড়িটির সামনে এসে দেখি জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছে।’ এ ঘটনার পর থেকে সাবেক এ চেয়ারম্যানকে এলাকায় দেখা যাচ্ছে না বলেও জানান তাঁরা।
অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে তল্লাশি করে ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম, একটি ম্যাগজিন ও একটি বড় রামদা উদ্ধার করে পুলিশ। কেন এগুলো বাড়িতে রাখা হয়েছিল বা কীভাবে এখানে আসল, কারা এর সঙ্গে জড়িত এখনই বলা সম্ভব হচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তিনি আরও বলেন, আশরাফ বর্তমানে পলাতক রয়েছেন। তাঁকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
ঝিনাইদহ সদর উপজেলার একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও পুলিশ ওই বাড়ি থেকে ককটেল তৈরির সরঞ্জাম, ম্যাগজিন ও একটি রামদা উদ্ধার করেছে। আজ সোমবার উপজেলার ধোপাবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এদিকে ঘটনার পর থেকেই বাড়ির মালিক আশরাফুল ইসলাম আশরাফ পলাতক রয়েছেন। তিনি সদর উপজেলার কুমরাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, উপজেলার ধোপাবিলা গ্রামের বাড়িতে স্ত্রী রওশন আরা খাতুন ও শিশু সন্তান কাইয়ুমকে নিয়ে বসবাস করেন আশরাফুল ইসলাম আশরাফ। এদিন দুপুরে ঘরের ভেতরে কেউ না থাকার কারণে আটকা পড়ে তার শিশু কাইয়ুম। পরে স্থানীয় এক যুবক পেছনের দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢোকেন। এ সময় শিশুটিকে নিয়ে বের হওয়ার সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ আহত হয়নি।
বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাড়িতে তল্লাশি করে একটি অবিস্ফোরিত ককটেল, জর্দার কৌটা, গানপাউডারসহ ককটেল তৈরির সরঞ্জাম, একটি ম্যাগজিন ও বড় আকৃতির একটি রামদা উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি বলেন, ‘আশরাফুল ইসলাম তাঁর তৃতীয় স্ত্রী ও এক সন্তান নিয়ে একতলা এই বাড়িতে বসবাস করেন। আমরা স্থানীয়রা কখনো বাড়ির ভেতরে যাইনি, তবে শুনেছি ভেতরে একটি কক্ষে তাঁর অফিস আছে। সেখানে তিনি রাজনৈতিক আলাপ-আলোচনা করেন।
সে সূত্রে তাঁর বাড়িতে দিনে–রাতে অনেকে যাওয়া-আসা করে। আজ সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আমরা যে যার কাজে ব্যস্ত রয়েছি। দুপুরের দিকে হঠাৎ করে বিকট শব্দ শুনতে পেয়ে বাড়িটির সামনে এসে দেখি জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছে।’ এ ঘটনার পর থেকে সাবেক এ চেয়ারম্যানকে এলাকায় দেখা যাচ্ছে না বলেও জানান তাঁরা।
অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে তল্লাশি করে ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম, একটি ম্যাগজিন ও একটি বড় রামদা উদ্ধার করে পুলিশ। কেন এগুলো বাড়িতে রাখা হয়েছিল বা কীভাবে এখানে আসল, কারা এর সঙ্গে জড়িত এখনই বলা সম্ভব হচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তিনি আরও বলেন, আশরাফ বর্তমানে পলাতক রয়েছেন। তাঁকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
চট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
২ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
১৬ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
৩৩ মিনিট আগেবিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে