ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ভোরের আলো ফুটতেই যশোরের ঝিকরগাছা এলাকার একটি মোড়ে ঝাঁকে ঝাঁকে এসে বসত ভাত-শালিক পাখি। কলকাকলিতে মুখর হয়ে যেত চারপাশ। পাখিগুলো অপেক্ষায় থাকত হোটেলগুলো থেকে উচ্ছিষ্ট খাবারের। কিন্তু সেই খাবারই যে তাদের মৃত্যুর কারণ হবে সেটি জানতোনা হোটেল মালিক ও তাঁর সহযোগী কর্মচারী ছাড়া কেউই।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পানিসারা-হাড়িয়া ফুল মোড়ে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে প্রায় ২ শতাধিক পাখি মেরে ফেলেছেন এক হোটেল মালিক। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই হোটেল মালিককে মারধর দিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে অভিযোগ করে। পরে খবর পেয়ে থানা-পুলিশসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
দণ্ডপ্রাপ্ত হোটেল মালিক হলেন—উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে রেজাউল করিম মিন্টু (৪০)। তিনি শাহারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক।
স্থানীয় বাসিন্দা ও হোটেল সূত্রে জানা যায়, ফুল মোড়ের সেতু সংলগ্ন শাহারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক রেজাউল করিম মিন্টু সকালে খাবারের সঙ্গে দানাদার ফুরাডান নামক বিষ মিশিয়ে পাখিদের খেতে দেয়। তা খেয়ে মুহূর্তের মধ্যে প্রায় দুই শতাধিক শালিক পাখি মারা যায়। এ ঘটনায় স্থানীয়দের জনরোষে পরে হোটেল মালিক মিন্টু মৃত পাখিগুলো বস্তায় ভরে নিয়ে এলাকা ছাড়েন।
স্থানীয় ভূতেরবাড়ি রেস্টুরেন্টের মালিক শাহজাহান কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে সব সময় প্রায় ৫০০ শালিক পাখি আসে। আমরা কয়েকজন হোটেল মালিক প্রতিদিন পাখিদের খাবার খেতে দেই। দর্শনার্থীরাও এসব পাখিদের সঙ্গে ছবি তোলে, খাবার খেতে দেয়। কিন্তু এমন একটা কাজ হবে আমরা কেউই জানতাম না।’
স্থানীয়ভাবে ‘সাদা মনের মানুষ’ খ্যাত কুলিয়া গ্রামের বাসিন্দা শায়েদ আলী বলেন, ‘নির্বিচারে পাখি হত্যা দণ্ডনীয় অপরাধ। এই ফুল মোড়ে সব সময় মানুষ থাকে, তাহলে পাখি কেন থাকতে পারবে না? প্রশাসন মিন্টুকে জরিমানা করেছে। এরপরে যদি এমন কেউ করে তাহলে বড় কোনো শাস্তির জন্য আইনের আশ্রয় নেব।’
হোটেল মালিক রেজাউল করিম মিন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘পাখিগুলা হোটেল বিভিন্ন খানে বসত। হোটেলের ভেতরেও ঢুকত। বিভিন্ন জিনিসপত্রে নষ্ট করত। সে জন্য আমি এ কাজ করেছি।’
জনসম্মুখে ভুল স্বীকার করে মিন্টু বলেন, ‘আমি এমন কাজ আর কোনো দিন করব না।’
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক বলেন, ‘নির্বিচারে পাখি হত্যা দণ্ডনীয় অপরাধ। কোনোভাবে পাখি হত্যা ও পরিবেশ বিনষ্ট করা যাবে না। ওই ব্যক্তি ভূমিহীন তাই তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে এমন কাজ আর কখনো করবেন না বলে কথা দিয়েছেন।’
ভোরের আলো ফুটতেই যশোরের ঝিকরগাছা এলাকার একটি মোড়ে ঝাঁকে ঝাঁকে এসে বসত ভাত-শালিক পাখি। কলকাকলিতে মুখর হয়ে যেত চারপাশ। পাখিগুলো অপেক্ষায় থাকত হোটেলগুলো থেকে উচ্ছিষ্ট খাবারের। কিন্তু সেই খাবারই যে তাদের মৃত্যুর কারণ হবে সেটি জানতোনা হোটেল মালিক ও তাঁর সহযোগী কর্মচারী ছাড়া কেউই।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পানিসারা-হাড়িয়া ফুল মোড়ে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে প্রায় ২ শতাধিক পাখি মেরে ফেলেছেন এক হোটেল মালিক। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই হোটেল মালিককে মারধর দিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে অভিযোগ করে। পরে খবর পেয়ে থানা-পুলিশসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
দণ্ডপ্রাপ্ত হোটেল মালিক হলেন—উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে রেজাউল করিম মিন্টু (৪০)। তিনি শাহারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক।
স্থানীয় বাসিন্দা ও হোটেল সূত্রে জানা যায়, ফুল মোড়ের সেতু সংলগ্ন শাহারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক রেজাউল করিম মিন্টু সকালে খাবারের সঙ্গে দানাদার ফুরাডান নামক বিষ মিশিয়ে পাখিদের খেতে দেয়। তা খেয়ে মুহূর্তের মধ্যে প্রায় দুই শতাধিক শালিক পাখি মারা যায়। এ ঘটনায় স্থানীয়দের জনরোষে পরে হোটেল মালিক মিন্টু মৃত পাখিগুলো বস্তায় ভরে নিয়ে এলাকা ছাড়েন।
স্থানীয় ভূতেরবাড়ি রেস্টুরেন্টের মালিক শাহজাহান কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে সব সময় প্রায় ৫০০ শালিক পাখি আসে। আমরা কয়েকজন হোটেল মালিক প্রতিদিন পাখিদের খাবার খেতে দেই। দর্শনার্থীরাও এসব পাখিদের সঙ্গে ছবি তোলে, খাবার খেতে দেয়। কিন্তু এমন একটা কাজ হবে আমরা কেউই জানতাম না।’
স্থানীয়ভাবে ‘সাদা মনের মানুষ’ খ্যাত কুলিয়া গ্রামের বাসিন্দা শায়েদ আলী বলেন, ‘নির্বিচারে পাখি হত্যা দণ্ডনীয় অপরাধ। এই ফুল মোড়ে সব সময় মানুষ থাকে, তাহলে পাখি কেন থাকতে পারবে না? প্রশাসন মিন্টুকে জরিমানা করেছে। এরপরে যদি এমন কেউ করে তাহলে বড় কোনো শাস্তির জন্য আইনের আশ্রয় নেব।’
হোটেল মালিক রেজাউল করিম মিন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘পাখিগুলা হোটেল বিভিন্ন খানে বসত। হোটেলের ভেতরেও ঢুকত। বিভিন্ন জিনিসপত্রে নষ্ট করত। সে জন্য আমি এ কাজ করেছি।’
জনসম্মুখে ভুল স্বীকার করে মিন্টু বলেন, ‘আমি এমন কাজ আর কোনো দিন করব না।’
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক বলেন, ‘নির্বিচারে পাখি হত্যা দণ্ডনীয় অপরাধ। কোনোভাবে পাখি হত্যা ও পরিবেশ বিনষ্ট করা যাবে না। ওই ব্যক্তি ভূমিহীন তাই তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে এমন কাজ আর কখনো করবেন না বলে কথা দিয়েছেন।’
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৭ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৭ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২০ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২১ মিনিট আগে