Ajker Patrika

ফকিরহাটে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাটে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়ার সেকেরডাঙ্গা এলাকা থেকে সানজিদা খাতুন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি—শিশুটি আত্মহত্যা করেছে।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে ঘরের বারান্দার আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ফকিরহাট মডেল থানা–পুলিশ।

শিশু সানজিদা সেকেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পরীক্ষা দিয়ে দ্বিতীয় শ্রেণিতে উঠেছিল। সে সেকেরডাঙ্গা গ্রামের কাঠমিস্ত্রি শরিফুল ইসলাম মোড়লের মেয়ে।

মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার দাশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। শিশু সানজিদার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এ দিকে, খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, মডেল থানার ওসি মু. আলীমুজ্জামান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মোড়ল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, ‘এ ঘটনায় সংশ্লিষ্ট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলে, কীভাবে মৃত্যু হয়েছে সে কারণ সঠিকভাবে জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত