Ajker Patrika

অস্বাভাবিক ভূতের সরকার গঠনের পাঁয়তারা করছে বিএনপি: ইনু

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৪৬
অস্বাভাবিক ভূতের সরকার গঠনের পাঁয়তারা করছে বিএনপি: ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট কিংবা নিত্যপণ্যের দাম—এসবের দিকে বিএনপির নজর নেই। কে রাষ্ট্রপতি হলো, তা নিয়েও মাথাব্যথা নেই তাদের। তাদের একটিই লক্ষ্য—যেনতেনভাবে ক্ষমতায় আসা। তারা সরকার পতন করে অস্বাভাবিক ভূতের সরকার গঠনের পাঁয়তারা করে দেশকে সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে।

আজ মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে কৃষি উন্নয়ন প্রকল্পের কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন।

জাসদ সভাপতি বলেন, সরকার এসব থেকে দেশকে বাঁচানোর চেষ্টা করছে। বাংলাদেশ আর পেছন দিকে যাবে না। পেছন দিকে নেওয়ার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

দেশের নতুন ২২তম রাষ্ট্রপতি সম্পর্কে হাসানুল হক ইনু বলেন, ‘তাঁর বিচারিক, প্রশাসনিক দক্ষতা আছে, রাজনৈতিক স্বচ্ছতা আছে, ৭১-এর চেতনার প্রতি অবিচল আস্থা আছে। দেশের সংবিধানকে সমুন্নত রেখে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার সক্ষমতা তাঁর রয়েছে।’

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া সিটু, উপজেলা জাসদের সভাপতি ইমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনসার আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত