শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে সড়ক কার্পেটিংয়ের সময় বিটুমিনের ড্রাম বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় তালতালা-খেয়াঘাট সংযোগ সড়কে বিটুমিন ও ডিজেলের মিশ্রণকালে এ বিস্ফোরণ ঘটে।
আহতরা হলেন—রঘুনাথপুরের নাজমুল (২৩), গণপতির বদরুজ্জামান (৩৫), পাইকাড়ার রেহাউল (৩৩), জাহিদ (৩৫) ও রহিমপুরের আবুল হোসেন (৪৫) এবং মোনাজাত (৫৫)। আহতদের মধ্যে চারজনকে তাৎক্ষণিক খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত বদরুজ্জামানসহ অন্য শ্রমিকেরা জানান, কলারোয়ার আহমদ ট্রেডার্সের পক্ষে তাঁরা কালিকাপুর তালতলা-খেয়াঘাট সংযোগ সড়কে কার্পেটিংয়ের কাজ করছিলেন। মঙ্গলবার নির্মাণাধীন উক্ত সড়কে ‘প্রাইম কোটের’ কাজ শুরু করেন তাঁরা। বিকেল ৪টার দিকে প্রায় ১০০ ডিগ্রি তাপমাত্রায় বিটুমিনের সঙ্গে ডিজেল মেশানোর সময় বড় বিস্ফোরণে বয়লারে আগুন লেগে যায়। এ সময় সেখানে উপস্থিত ১০-১২ জন শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে ছয়জন মারাত্মকভাবে দগ্ধ হন। ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা বদরুল ইসলাম জানান, প্রাইম কোটিংয়ের জন্য জ্বলন্ত বিটুমিনের সঙ্গে ডিজেল মেশাতে হয়। জ্বলন্ত বিটুমিনের সঙ্গে ডিজেল মেশানোর সময় আকস্মিক বয়লার বিস্ফোরণে শ্রমিকেরা দগ্ধ হয়েছেন।
বদরুল ইসলাম আরও বলেন, ‘আমরা ধারণা করছি, ডিজেলের পরিবর্তে দোকানদার ভুলবশত শ্রমিকদের পেট্রল দিয়েছিল। যার কারণে প্রচণ্ড তাপের মধ্যে জ্বলন্ত বিটুমিনের সঙ্গে পেট্রলের মিশ্রণের ফলেই বিস্ফোরণ ঘটেছে।’ আহতদের মধ্যে দুজনের অবস্থায় আশঙ্কাজনক বলেও তিনি জানিয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত সহকারী মেডিকেল অফিসার শাকির হোসেন জানান, দগ্ধদের মধ্যে রেজাউল এবং মোনাজাতের মুখ-মণ্ডলসহ বুক ও পেটের নিচের অংশের প্রায় ৬০ ও ২৫ ভাগ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই দুজনসহ মোট চারজনকে উন্নত চিকিৎসার প্রয়োজনে জরুরি ভিত্তিতে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগরে সড়ক কার্পেটিংয়ের সময় বিটুমিনের ড্রাম বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় তালতালা-খেয়াঘাট সংযোগ সড়কে বিটুমিন ও ডিজেলের মিশ্রণকালে এ বিস্ফোরণ ঘটে।
আহতরা হলেন—রঘুনাথপুরের নাজমুল (২৩), গণপতির বদরুজ্জামান (৩৫), পাইকাড়ার রেহাউল (৩৩), জাহিদ (৩৫) ও রহিমপুরের আবুল হোসেন (৪৫) এবং মোনাজাত (৫৫)। আহতদের মধ্যে চারজনকে তাৎক্ষণিক খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত বদরুজ্জামানসহ অন্য শ্রমিকেরা জানান, কলারোয়ার আহমদ ট্রেডার্সের পক্ষে তাঁরা কালিকাপুর তালতলা-খেয়াঘাট সংযোগ সড়কে কার্পেটিংয়ের কাজ করছিলেন। মঙ্গলবার নির্মাণাধীন উক্ত সড়কে ‘প্রাইম কোটের’ কাজ শুরু করেন তাঁরা। বিকেল ৪টার দিকে প্রায় ১০০ ডিগ্রি তাপমাত্রায় বিটুমিনের সঙ্গে ডিজেল মেশানোর সময় বড় বিস্ফোরণে বয়লারে আগুন লেগে যায়। এ সময় সেখানে উপস্থিত ১০-১২ জন শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে ছয়জন মারাত্মকভাবে দগ্ধ হন। ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা বদরুল ইসলাম জানান, প্রাইম কোটিংয়ের জন্য জ্বলন্ত বিটুমিনের সঙ্গে ডিজেল মেশাতে হয়। জ্বলন্ত বিটুমিনের সঙ্গে ডিজেল মেশানোর সময় আকস্মিক বয়লার বিস্ফোরণে শ্রমিকেরা দগ্ধ হয়েছেন।
বদরুল ইসলাম আরও বলেন, ‘আমরা ধারণা করছি, ডিজেলের পরিবর্তে দোকানদার ভুলবশত শ্রমিকদের পেট্রল দিয়েছিল। যার কারণে প্রচণ্ড তাপের মধ্যে জ্বলন্ত বিটুমিনের সঙ্গে পেট্রলের মিশ্রণের ফলেই বিস্ফোরণ ঘটেছে।’ আহতদের মধ্যে দুজনের অবস্থায় আশঙ্কাজনক বলেও তিনি জানিয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত সহকারী মেডিকেল অফিসার শাকির হোসেন জানান, দগ্ধদের মধ্যে রেজাউল এবং মোনাজাতের মুখ-মণ্ডলসহ বুক ও পেটের নিচের অংশের প্রায় ৬০ ও ২৫ ভাগ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই দুজনসহ মোট চারজনকে উন্নত চিকিৎসার প্রয়োজনে জরুরি ভিত্তিতে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৪ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১০ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১২ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১৩ মিনিট আগে