প্রতিনিধি, চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় সেপটিক ট্যাংক থেকে মধু ঋষি (৪৬) ও তাঁর ছেলে সাগর ঋষি (২৫) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাঁরা উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের বাসিন্দা। সোমবার সকাল সাড়ে আটটার দিকে চৌগাছা–যশোর সড়ক সংলগ্ন সিংহঝুলি দফাদার বাড়ির হাদিউজ্জামানের সেপটিক ট্যাংক থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ মল্লিকসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে মধু ঋষি ও তাঁর সহযোগীরা ওই সেপটিক ট্যাংকটি পরিষ্কার করতে যান। কোনভাবে মধু ঋষি দেড় ফিট বাই দেড় ফিট মুখ দিয়ে ট্যাংকের মধ্যে পড়ে যান। সংবাদ পেয়ে ৫ / ৭ মিনিট দূরত্বের নিজ বাড়ি থেকে ছেলে সাগর ঋষি ও মধু ঋষির স্ত্রী ঘটনাস্থলে যান। সেখানে যেয়ে মায়ের নির্দেশে ছেলে সাগর ঋষি বাবাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নেমে আর না উঠলে স্থানীয়রা যশোর ফায়ার সার্ভিসে সংবাদ দেন। তখন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রচেষ্টার পর বাবা-ছেলের লাশ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার বলেন মোবাইল ফোনে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে লিডার দেলোয়ারের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল পাঠাই।
দেলোয়ার বলেন, সকাল সাড়ে সাতটার দিকে সংবাদ পাই একজন ব্যক্তি সেপটিক ট্যাংকে পড়ে গেছেন। পরে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংক থেকে পিতা ও পুত্রের লাশ উদ্ধার করি। তিনি ধারণা করে বলেন, সেপটিক ট্যাংকের গ্যাসে তাঁদের মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার এসআই বিপ্লব সরকার বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ দুটি হেফাজতে নিয়ে সুরাহতল প্রতিবেদন করেছি। তবে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে কিনা এ বিষয়ে তিনি বেলা ১০টা পর্যন্ত জানাতে পারেননি।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসালাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে চৌগাছা থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
যশোরের চৌগাছায় সেপটিক ট্যাংক থেকে মধু ঋষি (৪৬) ও তাঁর ছেলে সাগর ঋষি (২৫) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাঁরা উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের বাসিন্দা। সোমবার সকাল সাড়ে আটটার দিকে চৌগাছা–যশোর সড়ক সংলগ্ন সিংহঝুলি দফাদার বাড়ির হাদিউজ্জামানের সেপটিক ট্যাংক থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ মল্লিকসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে মধু ঋষি ও তাঁর সহযোগীরা ওই সেপটিক ট্যাংকটি পরিষ্কার করতে যান। কোনভাবে মধু ঋষি দেড় ফিট বাই দেড় ফিট মুখ দিয়ে ট্যাংকের মধ্যে পড়ে যান। সংবাদ পেয়ে ৫ / ৭ মিনিট দূরত্বের নিজ বাড়ি থেকে ছেলে সাগর ঋষি ও মধু ঋষির স্ত্রী ঘটনাস্থলে যান। সেখানে যেয়ে মায়ের নির্দেশে ছেলে সাগর ঋষি বাবাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নেমে আর না উঠলে স্থানীয়রা যশোর ফায়ার সার্ভিসে সংবাদ দেন। তখন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রচেষ্টার পর বাবা-ছেলের লাশ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার বলেন মোবাইল ফোনে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে লিডার দেলোয়ারের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল পাঠাই।
দেলোয়ার বলেন, সকাল সাড়ে সাতটার দিকে সংবাদ পাই একজন ব্যক্তি সেপটিক ট্যাংকে পড়ে গেছেন। পরে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংক থেকে পিতা ও পুত্রের লাশ উদ্ধার করি। তিনি ধারণা করে বলেন, সেপটিক ট্যাংকের গ্যাসে তাঁদের মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার এসআই বিপ্লব সরকার বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ দুটি হেফাজতে নিয়ে সুরাহতল প্রতিবেদন করেছি। তবে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে কিনা এ বিষয়ে তিনি বেলা ১০টা পর্যন্ত জানাতে পারেননি।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসালাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে চৌগাছা থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
রংপুরের কাউনিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে কুর্শা ইউনিয়নের মীরবাগ বিজলেরঘুণ্টি এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।
৮ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাতৃত্বকালীন ভাতা দেওয়ার কথা বলে ৭০ জন দরিদ্র নারীর কাছ থেকে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। গতকাল রোববার বিকেলে বিক্ষুদ্ধ জনতা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
৮ মিনিট আগেঅবৈধভাবে বিদেশি মুদ্রার ব্যবসা করার অভিযোগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারের দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় ১২ দেশের বিপুল পরিমাণ মুদ্রাসহ দুজনকে আটক করা হয়েছে।
১৭ মিনিট আগেনোয়াখালীতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের মানববন্ধনের প্রস্তুতিকালে বিএনপির নেতা-কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে সংগঠনের জেলা সমন্বয়ক তারকেশ্বর দেবনাথ নান্টুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে জেলা শহর মাইজদীর শিল্পকলা একাডেমিসংলগ্ন সড়কে এই হামলা চালানো হয়।
৩৪ মিনিট আগে