বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
নৌকায় ভোট না দিলে গ্রামছাড়া করার হুমকি দিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দিলু পাটোয়ারী। গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী এক সভায় এমন বক্তব্য দেন তিনি। এরই মধ্যে এসংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
ওই রাতে ইউনিয়নের উত্তর চাঁদপুরে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় তিনি এই বক্তব্য দেন।
৩ মিনিট ৫ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই বক্তব্যে তিনি বলেন, ‘নৌকার বাইরে যাঁরা ভোট দিতে চান, তাঁদের কেন্দ্রে যাওয়ার দরকার নেই। বাড়িতে ঘুমান, ভালো থাকবেন। ভোট দিতে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ইতিহাসের সাক্ষী হয়েন না।’
জানা যায়, ১ নম্বর জহুরপুর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন ওই ইউনিয়নের যুবলীগ সভাপতি আসাদুজ্জামান মিন্টু। তাঁকে চ্যালেঞ্জ করে মোটরসাইকেল প্রতীকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বদর উদ্দীন মোল্যা। এ ছাড়া ঘোড়া প্রতীক নিয়ে মাঠে আছেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন।
এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দিলু পাটোয়ারী বলেন, ‘নির্বাচন নিয়ে খেলতে আইসেন না, এমন খেলা খেলে দিবানে যে বাড়ি ঘুমাতে পারবেন না। বাড়ি যদি ঘুমাতে চান, ২৮ তারিখ ভোট দিতে যাওয়ার চেষ্টা করবেন না। ২৭ তারিখ ব্যাপক ভাঙচুর হবে। ২৮ তারিখের পর ২৯ তারিখও ভাঙচুর হবে।’
নেতাকর্মীদের উদ্দেশে দিলু পাটোয়ারী বলেন, ‘আপনারা ভয় পাবেন না। আপনারা কিসের ভয় পান? ওদের কাছে কী আছে? আপনাদের কাছে যা আছে, যদি ওরা দেখে, তাহলে ওদের কলিজা শুকিয়ে যাবে। যারা নৌকার বাইরে ভোট দিতে যেতে চায়, তাদের নিষেধ করবেন। তার পরও যারা যেতে চায়, তাদের তালিকা করবেন।’
এ বিষয়ে কথা হলে দিলু পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বক্তব্য এডিট করা হয়েছে। এসব কথা বলিনি। একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তা ছাড়া আমি জামায়াত-বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেছি। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’
স্বতন্ত্র প্রার্থী বদর উদ্দীন মোল্যা বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাঁদের জনপ্রিয়তা কমেছে। নির্বাচনে পরাজয়ের ভয়ে স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ মানুষদের এভাবে ভয়ভীতি দেখাচ্ছে। মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, দিলু পাটেয়ারী দলের কেউ নয়। যে বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তাঁর নিজস্ব বক্তব্য। সেটা দলের নয়। গত উপজেলা নির্বাচনে দিলু পাটোয়ারী বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং তাঁর ব্যাপারে কোনো দায়ভার দল নেবে না। তাঁর এই বক্তব্যে কেউ যদি আইনি ব্যবস্থাও নিয়ে থাকে, সে ব্যাপারেও দলের কোনো ভূমিকা থাকবে না। যেহেতু ভোট একটি গণতান্ত্রিক ব্যাপার, সুতরাং সবাই নির্বাচনে দাঁড়াতে পারবেন এবং সব মানুষেরই ভোটের অধিকার আছে। আওয়ামী লীগ এমন রাজনীতিতে বিশ্বাসী।
নৌকায় ভোট না দিলে গ্রামছাড়া করার হুমকি দিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দিলু পাটোয়ারী। গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী এক সভায় এমন বক্তব্য দেন তিনি। এরই মধ্যে এসংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
ওই রাতে ইউনিয়নের উত্তর চাঁদপুরে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় তিনি এই বক্তব্য দেন।
৩ মিনিট ৫ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই বক্তব্যে তিনি বলেন, ‘নৌকার বাইরে যাঁরা ভোট দিতে চান, তাঁদের কেন্দ্রে যাওয়ার দরকার নেই। বাড়িতে ঘুমান, ভালো থাকবেন। ভোট দিতে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ইতিহাসের সাক্ষী হয়েন না।’
জানা যায়, ১ নম্বর জহুরপুর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন ওই ইউনিয়নের যুবলীগ সভাপতি আসাদুজ্জামান মিন্টু। তাঁকে চ্যালেঞ্জ করে মোটরসাইকেল প্রতীকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বদর উদ্দীন মোল্যা। এ ছাড়া ঘোড়া প্রতীক নিয়ে মাঠে আছেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন।
এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দিলু পাটোয়ারী বলেন, ‘নির্বাচন নিয়ে খেলতে আইসেন না, এমন খেলা খেলে দিবানে যে বাড়ি ঘুমাতে পারবেন না। বাড়ি যদি ঘুমাতে চান, ২৮ তারিখ ভোট দিতে যাওয়ার চেষ্টা করবেন না। ২৭ তারিখ ব্যাপক ভাঙচুর হবে। ২৮ তারিখের পর ২৯ তারিখও ভাঙচুর হবে।’
নেতাকর্মীদের উদ্দেশে দিলু পাটোয়ারী বলেন, ‘আপনারা ভয় পাবেন না। আপনারা কিসের ভয় পান? ওদের কাছে কী আছে? আপনাদের কাছে যা আছে, যদি ওরা দেখে, তাহলে ওদের কলিজা শুকিয়ে যাবে। যারা নৌকার বাইরে ভোট দিতে যেতে চায়, তাদের নিষেধ করবেন। তার পরও যারা যেতে চায়, তাদের তালিকা করবেন।’
এ বিষয়ে কথা হলে দিলু পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বক্তব্য এডিট করা হয়েছে। এসব কথা বলিনি। একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তা ছাড়া আমি জামায়াত-বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেছি। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’
স্বতন্ত্র প্রার্থী বদর উদ্দীন মোল্যা বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাঁদের জনপ্রিয়তা কমেছে। নির্বাচনে পরাজয়ের ভয়ে স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ মানুষদের এভাবে ভয়ভীতি দেখাচ্ছে। মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, দিলু পাটেয়ারী দলের কেউ নয়। যে বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তাঁর নিজস্ব বক্তব্য। সেটা দলের নয়। গত উপজেলা নির্বাচনে দিলু পাটোয়ারী বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং তাঁর ব্যাপারে কোনো দায়ভার দল নেবে না। তাঁর এই বক্তব্যে কেউ যদি আইনি ব্যবস্থাও নিয়ে থাকে, সে ব্যাপারেও দলের কোনো ভূমিকা থাকবে না। যেহেতু ভোট একটি গণতান্ত্রিক ব্যাপার, সুতরাং সবাই নির্বাচনে দাঁড়াতে পারবেন এবং সব মানুষেরই ভোটের অধিকার আছে। আওয়ামী লীগ এমন রাজনীতিতে বিশ্বাসী।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৬ ঘণ্টা আগে