Ajker Patrika

খুলনার সমাবেশে বাগেরহাটের ২০ হাজার নেতা-কর্মী

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৫: ৪৫
খুলনার সমাবেশে বাগেরহাটের ২০ হাজার নেতা-কর্মী

নানা বাধাবিপত্তি উপেক্ষা করে খুলনার সমাবেশে বাগেরহাটের ২০ হাজার নেতা-কর্মী অংশ নিয়েছেন। আজ শনিবার সকাল থেকে বাগেরহাট জেলা বিএনপি, জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন উপজেলার পক্ষ থেকে মিছিলসহ সমাবেশে অংশগ্রহণ করতে দেখা গেছে।

খুলনা বিভাগীয় এই গণসমাবেশে বাগেরহাটের অন্তত ২০ হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা বলেন, ‘সরকারের অত্যাচার থেকে বাঁচতে মানুষ এই গণসমাবেশে অংশ নিয়েছে। স্রোতের মতো মানুষ এসেছে খুলনায়। আমরাও এসেছি বাগেরহাট থেকে। প্রচণ্ড রোদে বেশির ভাগ নেতা-কর্মী তৃষ্ণার্ত, তাই আমরা অর্ধলক্ষ নেতা-কর্মীর জন্য খাওয়ার পানির ব্যবস্থা করেছি। আমাদের স্বেচ্ছাসেবকেরা নেতা-কর্মীদের কাছে পানি সরবরাহ করছেন।’

খুলনার সমাবেশে অংশ নিয়েছেন জেলা বিএনপি, জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরাবাগেরহাট জেলা ছাত্রদলের নেতা রাসেল মোল্লা বলেন, ‘বাগেরহাটের প্রতিটি জেলা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা সমাবেশে এসেছেন। প্রাণের টানে এসেছি, বাধা দিয়ে আর কতজনকে ঘরে রাখা যায়! জাতীয়তাবাদী দলের প্রকৃত সৈনিকেরা সমাবেশে এসেছে।’

বাগেরহাট জেলা বিএনপির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম বলেন, ‘যখন গণজোয়ার আসে, তখন আর মানুষকে বাধা দিয়ে রাখা যায় না। বৃহস্পতিবার থেকে আমাদের নেতা-কর্মীদের বাধা দেওয়া হচ্ছিল। এমনকি মারধরও করেছে অনেককে। তার পরও বাগেরহাট থেকে ২০ হাজারের বেশি নেতা-কর্মী সমাবেশে এসেছেন। এই সমাবেশই প্রমাণ করে বিএনপি জনগণের দল, আগামীতে বিএনপিই দেশ শাসন করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত