চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত মিজানুর রহমান ওরফে কয়রা মিজানের (৫০) লাশ হস্তান্তর করেছে ভারত। আজ বুধবার বিকেল ৫টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও জীবননগর থানা-পুলিশর কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ ও কৃষ্ণনগর থানা-পুলিশের সদস্যরা।
সন্ধ্যায় জীবননগরের বেনীপুর সীমান্ত থেকে মিজানুরের লাশ নিয়ে গ্রামে বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়ায় রওনা দেন পরিবারের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান।
ওসি জাবিদ বলেন, ‘বুধবার বিকেল ৫টা ৫ মিনিটে বিএসএফ ও কৃষ্ণনগর থানা-পুলিশের সদস্যরা মিজানুরের লাশ নিয়ে বেনীপুর সীমান্তের জিরো পয়েন্টে আসেন। এ সময় মিজানের তৃতীয় স্ত্রী বেনীপুর গ্রামের বাসিন্দা নাসিমা খাতুন স্বামীর লাশ শনাক্ত করেন। পরে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম, বেনীপুর বিওপির কমান্ডার মো. আতিয়ার রহমান, জীবননগর থানা-পুলিশের এসআই, এসএম রায়হান, সৈকত, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মোস্তাফিজুর রহমান সুজনের উপস্থিতিতে লাশ হস্তান্তর করে বিএসএফ ও কৃষ্ণনগর থানা-পুলিশের সদস্যরা। আইনগত প্রক্রিয়া শেষে মিজানুরের স্ত্রী নাসিমা খাতুনের কাছে লাশ হস্তান্তর করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন বলেন, ‘ভারত থেকে মিজানুরের লাশ পুলিশ গ্রহণ করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরে মিজানুরের মরদেহ দাফনের জন্য তাঁর নিজ বাড়ি শৈলকুপার শেখপাড়ায় নিয়ে যান স্বজনেরা।’
এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জেনেছি। থানায় খোঁজ নিলে বিস্তারিত জানতে পারবেন।’
থানা-পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান ভারতীয় গরুর ব্যবসা করতেন। সম্প্রতি তিনি অবৈধভাবে মানুষ পারাপারের কাজ করছিল। গত বৃহস্পতিবার মিজানুর ও তাঁর সহযোগীরা কয়েকজন মানুষ নিয়ে অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ সীমান্তে যান। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান মিজানুর। পালিয়ে যান তাঁর সহযোগীরা।
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত মিজানুর রহমান ওরফে কয়রা মিজানের (৫০) লাশ হস্তান্তর করেছে ভারত। আজ বুধবার বিকেল ৫টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও জীবননগর থানা-পুলিশর কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ ও কৃষ্ণনগর থানা-পুলিশের সদস্যরা।
সন্ধ্যায় জীবননগরের বেনীপুর সীমান্ত থেকে মিজানুরের লাশ নিয়ে গ্রামে বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়ায় রওনা দেন পরিবারের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান।
ওসি জাবিদ বলেন, ‘বুধবার বিকেল ৫টা ৫ মিনিটে বিএসএফ ও কৃষ্ণনগর থানা-পুলিশের সদস্যরা মিজানুরের লাশ নিয়ে বেনীপুর সীমান্তের জিরো পয়েন্টে আসেন। এ সময় মিজানের তৃতীয় স্ত্রী বেনীপুর গ্রামের বাসিন্দা নাসিমা খাতুন স্বামীর লাশ শনাক্ত করেন। পরে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম, বেনীপুর বিওপির কমান্ডার মো. আতিয়ার রহমান, জীবননগর থানা-পুলিশের এসআই, এসএম রায়হান, সৈকত, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মোস্তাফিজুর রহমান সুজনের উপস্থিতিতে লাশ হস্তান্তর করে বিএসএফ ও কৃষ্ণনগর থানা-পুলিশের সদস্যরা। আইনগত প্রক্রিয়া শেষে মিজানুরের স্ত্রী নাসিমা খাতুনের কাছে লাশ হস্তান্তর করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন বলেন, ‘ভারত থেকে মিজানুরের লাশ পুলিশ গ্রহণ করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরে মিজানুরের মরদেহ দাফনের জন্য তাঁর নিজ বাড়ি শৈলকুপার শেখপাড়ায় নিয়ে যান স্বজনেরা।’
এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জেনেছি। থানায় খোঁজ নিলে বিস্তারিত জানতে পারবেন।’
থানা-পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান ভারতীয় গরুর ব্যবসা করতেন। সম্প্রতি তিনি অবৈধভাবে মানুষ পারাপারের কাজ করছিল। গত বৃহস্পতিবার মিজানুর ও তাঁর সহযোগীরা কয়েকজন মানুষ নিয়ে অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ সীমান্তে যান। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান মিজানুর। পালিয়ে যান তাঁর সহযোগীরা।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
৮ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১৫ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১৮ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৪৪ মিনিট আগে