Ajker Patrika

অভাবের তাড়নায় সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা

অভয়নগর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১: ৩৯
অভাবের তাড়নায় সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা

অভাবের তাড়নায় শিশুসন্তানকে বিষ খাইয়ে নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধূ। তিনি যশোরের অভয়নগরের নওয়াপাড়া গ্রামের লিটন হোসেনের স্ত্রী রিক্তা বেগম। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দিবাগত রাতে। পরে মুমূর্ষু অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রিক্তা বেগম জানান, অভাবের তাড়নায় ঋণগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। এ ছাড়াও প্রতিবন্ধী স্বামীর আয়ে সংসার চালানো কষ্টদায়ক হয়ে যাচ্ছিল। অন্যদিকে পাওনাদারেরা টাকার জন্য চাপ দিয়ে আসছিল। এ অবস্থায় দিশেহারা হয়ে আত্মহত্যার পথ বেছে নেন বলে জানান তিনি। 

শিশুসন্তানকে বিষ খাওয়ানো কথা জানতে চাইলে রিক্তা বেগম বলেন, ‘আমি মরে গেলে আমার সন্তানকে কে দেখব, এই ভেবে তাকেও বিষ পান করাই।’ তবে এ ব্যাপারে রিক্তার স্বামী বলেন, ‘আমি প্রতিদিনের মতো গতকালও দোকানে যাই। পরে খবর পাই যে, আমার স্ত্রী সন্তানসহ বিষপান করেছে। সংবাদ পেয়ে বাড়ি ছুটে যাই। এরপর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’ 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলীমুর রাজিব বলেন, ‘কীটনাশক পান করে শিশুসন্তানসহ রিক্তা নামের একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তাদের চিকিৎসা প্রদান করি। এখন মা ও শিশুসন্তান উভয়ই সুস্থ আছেন।’ 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত