Ajker Patrika

যশোরে বিএনপি নেতার বাড়িতে হেলমেট বাহিনীর হামলা ও ভাংচুর 

যশোর প্রতিনিধি
যশোরে বিএনপি নেতার বাড়িতে হেলমেট বাহিনীর হামলা ও ভাংচুর 

যশোরে বিএনপি নেতার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর করেছে হেলমেট পরা এক দল দুর্বৃত্ত। আজ শনিবার বেলা ৩টার দিকে সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে এই হামলা চালানো হয়। এ সময় দুটি মোটরসাইকেল, বাড়ির দরজা ও থাই গ্লাস ভাংচুর করা হয়। তবে কেউ আহত হননি। 

বাড়ির মালিক ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ইদ্রিস আলী বলেন, ‘শনিবার দুপুরে বাড়ির সামনে পুলিশের গাড়ি ছিল। গাড়িটি বিকেল ৩টার দিক নারাঙ্গালী বাজারে দিকে চলে যায়। কিছুক্ষণ পরে মোটরসাইকেলে হেলমেট পরিহিত ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত এসে আমার বাড়িতে হামলা চালায়। এসময় তারা দুটি মোটরসাইকেল, বাড়ির দরজা, থাই গ্লাস ভাংচুরসহ নারকীয় তাণ্ডব চালিয়েছে। আমার বাসার জায়গায় আশা এনজিওর অফিস। তাদেরকেও রেহায় দেয়নি। হামলাকারীরা হেলমেট পরিহিত থাকায় তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্বৃত্তদের এমন তাণ্ডব গোটা এলাকার মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।’ 

বিএনপি নেতার বাড়ির ভাংচুর করা মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা এ বিষয়ে জানতে শনিবার রাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, পরিদর্শক শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। আর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, ‘এমন কোনো ঘটনা জানা নেই। অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নিবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত