Ajker Patrika

ঝিনাইদহ ক্যাডেট কলেজের পুনর্মিলনীতে সেনাপ্রধান

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৭: ৪৭
ঝিনাইদহ ক্যাডেট কলেজের পুনর্মিলনীতে সেনাপ্রধান

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ১৩তম পুনর্মিলনী। আজ শুক্রবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

দুপুরে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি লে. জেনারেল (অব) মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এম রাকিব ইবনে রেজওয়ান, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, এক্স ক্যাডেট ও বর্তমান ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সেনাপ্রধান সম্মাননা গ্রহণের পর পুনর্মিলনীর কেক কাটেন। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে তাঁর ঢাকা উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

এর আগে, আজ সকাল ১০টার দিকে সেনাপ্রধান হেলিকপ্টার যোগে ঝিনাইদহ ক্যাডেট কলেজে অবতরণ করেন। তিনি ক্যাডেটদের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে সেনাপ্রধান কলেজ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে ঝিনাইদহ ক্যাডেট কলেজের দুই হাজার ১০০ জন এক্স ক্যাডেট অংশ গ্রহণ নেন। অনুষ্ঠান শেষ হবে কাল শনিবার (২৮ জানুয়ারি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত