প্রতিনিধি
দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুরে তাছেরের দরবার নামে পরিচিত এক দরবারের নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে নির্যাতন করে খুনের অভিযোগ উঠেছে।
গতকাল রোববার সকালে রিসালাত মুজাদ্দেদিয়া দরবারে চরদিয়াড় কড়া নিরাপত্তার মধ্যে নির্যাতনের স্বীকার হন নিরাপত্তাকর্মী মো. রাশেদ (৩২)। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে যানা যায়। তিনি দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাকের ছেলে।
তাঁকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দরবারের খাদেম মো. হাবিল। কিন্তু কারা তাঁকে পিটিয়েছে তা তিনি বলতে পারেননি।
দরবারের হুজুর তাছের আলী জানিয়েছেন, তিনি ঘটনা শোনার পরই তাঁকে উপজেলার হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
দরবারের ১৫টি সিসি টিভি ক্যামেরা থাকলেও সব ফুটেজ স্বয়ংক্রিয় ভাবে মুছে গেছে বলে দাবি করেছেন দায়িত্বে থাকা কর্মীরা। এ বিষয়ে দরবারের হুজুর বলেন, আমি দরবারের ভেতরের লোকদের সন্দেহের বাইরে রাখছি না।
দরবার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় সম্প্রতি দরাবের থেকে একটি মোবাইল ফোন চুরি হয়েছে। অনেকেই এই চুরির দায় এই নিরাপত্তাকর্মীর ওপর দিয়েছিল। এই ঘটনার জেড়ে তিনি খুন হতে পারেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, নিহতের লাশ আমরা গতকাল ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রাজ্জাক রোববার রাতে মামলা করেছেন। ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে ওই আস্তানা থেকে ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে ওই ছয় জনকে গ্রেপ্তার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানিয়েছেন যে, দীর্ঘ সময় নিয়ে আলামত নষ্ট করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত জানান, তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। প্রয়োজনীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। আশা করছি খুব শিগগিরই ঘটনা উন্মোচিত হবে। দোষীদের বিচারের আওতায় নেওয়া হবে। ঘটনাস্থল মনিটরিংয়ে রাখা হয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুরে তাছেরের দরবার নামে পরিচিত এক দরবারের নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে নির্যাতন করে খুনের অভিযোগ উঠেছে।
গতকাল রোববার সকালে রিসালাত মুজাদ্দেদিয়া দরবারে চরদিয়াড় কড়া নিরাপত্তার মধ্যে নির্যাতনের স্বীকার হন নিরাপত্তাকর্মী মো. রাশেদ (৩২)। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে যানা যায়। তিনি দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাকের ছেলে।
তাঁকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দরবারের খাদেম মো. হাবিল। কিন্তু কারা তাঁকে পিটিয়েছে তা তিনি বলতে পারেননি।
দরবারের হুজুর তাছের আলী জানিয়েছেন, তিনি ঘটনা শোনার পরই তাঁকে উপজেলার হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
দরবারের ১৫টি সিসি টিভি ক্যামেরা থাকলেও সব ফুটেজ স্বয়ংক্রিয় ভাবে মুছে গেছে বলে দাবি করেছেন দায়িত্বে থাকা কর্মীরা। এ বিষয়ে দরবারের হুজুর বলেন, আমি দরবারের ভেতরের লোকদের সন্দেহের বাইরে রাখছি না।
দরবার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় সম্প্রতি দরাবের থেকে একটি মোবাইল ফোন চুরি হয়েছে। অনেকেই এই চুরির দায় এই নিরাপত্তাকর্মীর ওপর দিয়েছিল। এই ঘটনার জেড়ে তিনি খুন হতে পারেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, নিহতের লাশ আমরা গতকাল ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রাজ্জাক রোববার রাতে মামলা করেছেন। ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে ওই আস্তানা থেকে ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে ওই ছয় জনকে গ্রেপ্তার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানিয়েছেন যে, দীর্ঘ সময় নিয়ে আলামত নষ্ট করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত জানান, তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। প্রয়োজনীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। আশা করছি খুব শিগগিরই ঘটনা উন্মোচিত হবে। দোষীদের বিচারের আওতায় নেওয়া হবে। ঘটনাস্থল মনিটরিংয়ে রাখা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে এসে মো. হাসিম নামের এক যুবক অপহরণের শিকার হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে ছেলে অপহরণের বিষয়টি জানান হাসিমের বাবা নুর হোসেন। অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন বলে তিনি জানান।
১৪ মিনিট আগেএক দিনের মাথায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আজ মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইউএনও মোহাম্মদ রবিন মিয়াকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে
৩২ মিনিট আগেবরিশালের বাবুগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র দুর্গাসাগর দিঘিতে অশ্লীলতা রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে তিন যুগলকে আটক করা হয়। পরে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
৩৩ মিনিট আগেবাকলিয়ায় প্রাইভেট কারে জোড়া খুনের ঘটনার মামলায় কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবু বক্কর সিদ্দিক এই আদেশ দেন।
৩৬ মিনিট আগে