Ajker Patrika

বেনাপোলে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৭: ০৪
বেনাপোলে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি বার্মিজ চাকুসহ চিহ্নিত চার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার আনুমানিক রাত ১২টার দিকে বেনাপোল ইউনিয়নের কাগজপুকুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাঁদের বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন শার্শার পান্তাপাড়া গ্রামের বাবু হোসেনের ছেলে কামরুজ্জামান (২৩) ও হাদিউজ্জামান (২০), পান্তাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইসরাফিল হোসেন ফারহান (২০) এবং বেনাপোল পৌরসভার বড় আঁচড়া গ্রামের আজগার আলীর ছেলে নূরনবী (২২)। 

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপম কুমার সরকার বলেন, তাঁদের কাছে গোপন খবর আসে, সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে কয়েকজন সন্ত্রাসী একত্রিত হয়েছে। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁদের নামে একাধিক মামলা ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে রোববার সকালে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত