Ajker Patrika

রামপালে এই প্রথম নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে এই প্রথম নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত

এই প্রথম ইউপি নির্বাচনে বাগেরহাটের রামপালে একজন নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়া সুলতানা পারভীন ওই ইউনিয়নেরই টানা দুইবারের চেয়ারম্যান প্রয়াত সরদার আব্দুল হান্নান ডাবলুর স্ত্রী। মরহুম ডাবলু ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। 

চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মারা যান আব্দুল হান্নান ডাবলু। তাঁর মৃত্যুতে ওই সময়ে ঘোষিত ইউপি নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এরপর পুনরায় তফসিল ঘোষণার পর গতকাল মঙ্গলবার রাজনগর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে স্বামীর জায়গায় প্রার্থী হন সুলতানা পারভীন। তিনি প্রার্থী হলে স্বামীর কারণে তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠে নেমে পড়েন তিনি। অবশেষে বিজয় নিয়েই ঘরে ফিরলেন।

বিজয়ী ঘোষণার পর নব নির্বাচিত রাজনগর ইউনিয়নের এই নারী চেয়ারম্যান বলেন, আমার স্বামী টানা ১০ বছর এই ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন। ইউনিয়নবাসীর মাঝে আমার স্বামীর শূন্যতা পূরণে আমি নির্বাচন করতে আগ্রহী হই। দলও আমার স্বামীর দীর্ঘদিনের দলীয় কর্মকাণ্ডের মুল্যায়নস্বরুপ আমাকে মনোনয়ন দেন। এবং দলের সকলের প্রচেষ্টায় আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আমার স্বামীর রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ করে ইউনিয়নবাসীর উন্নয়ন ও সেবা করে যাব।

সবাইকে সমান প্রাধান্য দেওয়ার বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান বলেন, আমার সেবা থেকে এ ইউনিয়নের একটি লোকও বাদ যাবেন না। কারণ, আমি এ ইউনিয়নের সকলেরই চেয়ারম্যান। তিনি আরও বলেন, এ জয় শুধু আমার একার নয়, এ জয় নৌকার, এ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও স্থানীয় এবং বাগেরহাট জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের। বিশেষ করে আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের সহযোগিতায় আমি নির্বাচিত হয়েছি। এ জন্য আমি দলের সকলের প্রতি কৃতজ্ঞ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত