Ajker Patrika

অভয়নগরে কঠোর বিধি-নিষেধ, ৩ দিনে ৪ শতাধিক মোটরসাইকেল জব্দ

প্রতিনিধি
অভয়নগরে কঠোর বিধি-নিষেধ, ৩ দিনে ৪ শতাধিক মোটরসাইকেল জব্দ

অভয়নগর (যশোর): করোনা সংক্রমণ ও ভারতীয় ভেরিয়েন্টের বিস্তার রোধে যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভায় ৯টি ওয়ার্ডে চলছে ৭ দিনের কঠোর বিধি-নিষেধ। বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে পুলিশ। গত তিন দিনে জব্দ করেছে ৪ শতাধিক মোটরসাইকেল। 

জানা যায়, মাঠপর্যায়ে করোনার বিধি-নিষেধ বাস্তবায়নে অভয়নগর উপজেলা প্রশাসন, নওয়াপাড়া পৌর কর্তৃপক্ষ ও অভয়নগর থানা-পুলিশ ব্যাপক তৎপর রয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার ৪টা পর্যন্ত গত তিন দিনে যশোর জেলা ট্রাফিক পুলিশ ও অভয়নগর থানা-পুলিশ ৪ শতাধিক মোটরসাইকেল জব্দ করেছে। জব্দকৃত মোটরসাইকেল অভয়নগর থানা হেফাজতে রাখা হয়েছে। 

এ বিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, যশোর জেলা ট্রাফিক পুলিশ ও অভয়নগর থানা-পুলিশের অভিযানে আনুমানিক ৪ শোর বেশি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সরকারি নির্দেশ মোতাবেক নওয়াপাড়ায় করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, মোটরসাইকেলে একজনের বেশি লোক যাতায়াত করা যাবে না। হেলমেট ব্যবহার করতে হবে, কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত