Ajker Patrika

মনিরামপুরে পিকআপ থেকে ছিটকে পড়ে সহযোগীর মৃত্যু

মনিরামপুরে পিকআপ থেকে ছিটকে পড়ে সহযোগীর মৃত্যু

যশোরের মনিরামপুরে পিকআপ থেকে ছিটকে পড়ে হরমুজ মল্লিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে যশোর-চুকনগর সড়কের সুতিঘাটা কামালপুর মোড়ে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পিকআপের লোকজন হরমুজকে মনিরামপুর হাসপাতালে ফেলে পালিয়েছেন। 

হরমুজ বাগেরহাটের রামপাল উপজেলার উজলপুর গ্রামের কাবিল মল্লিকের ছেলে। গতকাল রোববার সন্ধ্যায় পিকআপের সঙ্গে বাড়ি থেকে বের হন তিনি। 

নিহত যুবকের স্ত্রী সোনিয়া খাতুন জানান, একটি মামলায় ৫-৬ মাস জেল খেটে ৩-৪ দিন আগে জামিনে তাঁর স্বামী ছাড়া পান। কোনো কাজ না থাকায় পিকআপের হেলপারের কাজ নিয়ে রোববার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হন। আজ সকালে পিকআপের একজন ফোন করে তাঁর স্বামীর পিকআপ থেকে পড়ে আহত হওয়ার খবর জানান। তাঁকে মনিরামপুর হাসপাতালে রাখা হয়েছে বলে জানান তাঁরা। খবর পেয়ে বেলা ১১টার দিকে এসে দেখেন তাঁর স্বামীকে সাদা কাপড়ে ঢেকে হাসপাতালের বারান্দায় ফেলে রাখা হয়েছে। 

মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বাবুল রহমানের বরাত দিয়ে ওয়ার্ড বয় আশীষ দাস বলেন, হাসপাতালে আনার আগে হরমুজের মৃত্যু হয়েছে। তাঁর সঙ্গের লোকজন জানিয়েছেন সুতিঘাটা কামালপুর মোড়ে পিকআপ থেকে পড়ে গিয়ে তিনি জখম হয়েছেন। হাসপাতালে আনার পর মরার কথা শুনে তাঁরা সটকে পড়েন। 

মনিরামপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম হোসেন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির স্বজনেরা আসলে এ ঘটনায় থানায় মামলা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত