Ajker Patrika

হাতে-পায়ে ধরা বাকি ছিল, তবুও বিএনপি আসেনি: ইসি আহসান হাবীব 

মেহেরপুর প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ২১: ০৮
হাতে-পায়ে ধরা বাকি ছিল, তবুও বিএনপি আসেনি: ইসি আহসান হাবীব 

নির্বাচন কমিশনার আহসান হাবীব খাঁন বলেছেন, ‘শুধু হাতে-পায়ে ধরতে বাকি ছিল, তাপরও বিএনপি নির্বাচনে আসেনি। বিএনপি তো আমাদের স্বীকারই করে না।’

আজ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আহসান হাবীব খাঁন বলেন, ‘আমার বাড়িতে অনুষ্ঠান আমরা শুধু দাওয়াত দিতে পারি। এখন যদি সে দাওয়াতে কেউ না আসে তাহলে আমাদের কী করার আছে।’

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার কোন বৈদেশিক চাপে আছি কি না আমরা জানি না। অর্থনৈতিক চাপও আমি বুঝি না। আমি তো আর অর্থনীতির ছাত্র নই। তবে, নির্বাচনে কোনো চাপ নেই। এ কথা বলতে পারি, স্মরণকালের সেরা নির্বাচন করব। যা পরবর্তী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। এখানে যে প্রার্থীই হোক, আচরণবিধি লঙ্ঘন করলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সাংবাদিকদের উদ্দেশে আহসান হাবীব খাঁন বলেন, ‘আপনারা সাদাকে সাদা, আর কালোকে কালো বলবেন। আমরা নির্বাচনের মাঠে সঠিক বিষয়টি তুলে আনতে চাই। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সরকারও তা চায়। এ জন্য কাজটি আমাদের জন্য সহজ হয়ে গেছে। তবে সরকার না চাইলেও আমরা একই কাজ করতাম।’ 

বিদেশি পর্যবেক্ষক নিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত কারা আবেদন করেছেন, তার সম্পূর্ণ কোনো তালিকা আমার জানা নেই।’

এর আগে তিনি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা, মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ দুই জেলার নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত