মেহেরপুর প্রতিনিধি
নির্বাচন কমিশনার আহসান হাবীব খাঁন বলেছেন, ‘শুধু হাতে-পায়ে ধরতে বাকি ছিল, তাপরও বিএনপি নির্বাচনে আসেনি। বিএনপি তো আমাদের স্বীকারই করে না।’
আজ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আহসান হাবীব খাঁন বলেন, ‘আমার বাড়িতে অনুষ্ঠান আমরা শুধু দাওয়াত দিতে পারি। এখন যদি সে দাওয়াতে কেউ না আসে তাহলে আমাদের কী করার আছে।’
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার কোন বৈদেশিক চাপে আছি কি না আমরা জানি না। অর্থনৈতিক চাপও আমি বুঝি না। আমি তো আর অর্থনীতির ছাত্র নই। তবে, নির্বাচনে কোনো চাপ নেই। এ কথা বলতে পারি, স্মরণকালের সেরা নির্বাচন করব। যা পরবর্তী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। এখানে যে প্রার্থীই হোক, আচরণবিধি লঙ্ঘন করলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিকদের উদ্দেশে আহসান হাবীব খাঁন বলেন, ‘আপনারা সাদাকে সাদা, আর কালোকে কালো বলবেন। আমরা নির্বাচনের মাঠে সঠিক বিষয়টি তুলে আনতে চাই। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সরকারও তা চায়। এ জন্য কাজটি আমাদের জন্য সহজ হয়ে গেছে। তবে সরকার না চাইলেও আমরা একই কাজ করতাম।’
বিদেশি পর্যবেক্ষক নিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত কারা আবেদন করেছেন, তার সম্পূর্ণ কোনো তালিকা আমার জানা নেই।’
এর আগে তিনি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা, মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ দুই জেলার নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচন কমিশনার আহসান হাবীব খাঁন বলেছেন, ‘শুধু হাতে-পায়ে ধরতে বাকি ছিল, তাপরও বিএনপি নির্বাচনে আসেনি। বিএনপি তো আমাদের স্বীকারই করে না।’
আজ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আহসান হাবীব খাঁন বলেন, ‘আমার বাড়িতে অনুষ্ঠান আমরা শুধু দাওয়াত দিতে পারি। এখন যদি সে দাওয়াতে কেউ না আসে তাহলে আমাদের কী করার আছে।’
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার কোন বৈদেশিক চাপে আছি কি না আমরা জানি না। অর্থনৈতিক চাপও আমি বুঝি না। আমি তো আর অর্থনীতির ছাত্র নই। তবে, নির্বাচনে কোনো চাপ নেই। এ কথা বলতে পারি, স্মরণকালের সেরা নির্বাচন করব। যা পরবর্তী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। এখানে যে প্রার্থীই হোক, আচরণবিধি লঙ্ঘন করলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিকদের উদ্দেশে আহসান হাবীব খাঁন বলেন, ‘আপনারা সাদাকে সাদা, আর কালোকে কালো বলবেন। আমরা নির্বাচনের মাঠে সঠিক বিষয়টি তুলে আনতে চাই। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সরকারও তা চায়। এ জন্য কাজটি আমাদের জন্য সহজ হয়ে গেছে। তবে সরকার না চাইলেও আমরা একই কাজ করতাম।’
বিদেশি পর্যবেক্ষক নিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত কারা আবেদন করেছেন, তার সম্পূর্ণ কোনো তালিকা আমার জানা নেই।’
এর আগে তিনি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা, মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ দুই জেলার নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা।
ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ লিখেছেন, “’৭১ প্রশ্নটি আপসযোগ্য নয়—এমন সৎ উচ্চারণের কারণে মাহফুজ আলমের ওপরে বর্বর ভাষায় আক্রমণ হয়েছে। তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রতীকী পশু বলি দেওয়া হয়েছে। এমন জঘন্য কাজের পরে আজ তাঁর ওপর টার্গেটেড হামলা হয়েছে। সরাসরি মাথায় এ রকম হামলা ব্যক্তির মৃত্যুর কারণ ঘটাতে পারে
৪ মিনিট আগেরাজবাড়ীর পাংশায় এক যুবককে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে মারধর এবং হাতের নখ উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাঁকে উদ্ধার করে। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত যুবকের নাম মুকুল মণ্ডল।
৯ মিনিট আগেসিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) চার নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন একই সংগঠনের এক নেত্রী। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের হুমকি, অপহরণের চেষ্টা এবং হামলার অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা
৩০ মিনিট আগেখুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে আট যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন। গতকাল বুধবার রাতে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনিতে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে