Ajker Patrika

বাগেরহাটে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১ 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২৪, ১২: ১৫
বাগেরহাটে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১ 

বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। এ সময় চালক গুরুতর আহত হন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাংগা এলাকায় আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রইচ কাজী (২২) রাজবাড়ী সদর উপজেলার বড় ভবানীপুর গ্রামের মালাম কাজীর ছেলে। আহত ট্রাকচালক মো. আজিজ (৫৫) রাজবাড়ীর মহারাজপুর গ্রামের আরশাদ আলী খানের ছেলে। 

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার ভোর ৫টার দিকে ঢাকাগামী গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক কাকডাংগা এলাকায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালকের সহকারী ঘটনাস্থলে নিহত হন। আহত ট্রাকচালককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর রহমান অনিক বলেন, ‘রইচ কাজী নামের ট্রাকের এক হেলপারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সম্ভবত তিনি দুর্ঘটনাস্থলেই মারা গেছেন। অপর আহত ব্যক্তিও গুরুতর আহত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত