ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মাসুমকে (৩০) কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত মাসুমকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি সরকারী কেসি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ছিলেন এবং শহরের ব্যাপারি পাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, সন্ধ্যায় শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে পৌর যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মাসুম ও জেলা যুবদলের আহ্বায়ক মোস্তাক আহমেদ দলীয় নেতাকর্মী নিয়ে অবস্থান করছিল। সেসময় কার্যালয়ের মধ্যে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে মোস্তাক আহমেদ ও তার গ্রুপের কয়েকজন মাসুমকে কিল ঘুষি মারে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
এদিকে ঘটনার খবর পেয়ে সাংবাদিকেরা সদর হাসপাতালে গেলে ছবি তুলতে বাধা দিয়ে আহত মাসুমকে নিয়ে দ্রুত একটি প্রাইভেট কারে ঘটনা স্থল ত্যাগ করেন জেলা ও থানা বিএনপির নেতাকর্মীরা।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মুসলিমা সপ্নীল জানান, তাঁর মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। ক্ষতস্থানে তিনটি সেলাই দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে জেলা বিএনপির সদস্য সচীব এম এম মজিদ জানান, আমি জেলার বাইরে আছি। তবে ঘটনাটি শুনেছি। যুবদলের মধ্যে কোন প্রোগ্রামের শিডিউল নিয়ে হয়তো এ হাতাহাতির ঘটনা হতে পারে। তবে এটা তেমন কোন ঘটনা না।
তবে এ ব্যাপারে অভিযুক্ত মোস্তাকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বারবারই লাইন কেটে দেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঘটনাটি আমি শুনেছি। তবে কেউ কোন অভিযোগ করেনি।
ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মাসুমকে (৩০) কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত মাসুমকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি সরকারী কেসি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ছিলেন এবং শহরের ব্যাপারি পাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, সন্ধ্যায় শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে পৌর যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মাসুম ও জেলা যুবদলের আহ্বায়ক মোস্তাক আহমেদ দলীয় নেতাকর্মী নিয়ে অবস্থান করছিল। সেসময় কার্যালয়ের মধ্যে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে মোস্তাক আহমেদ ও তার গ্রুপের কয়েকজন মাসুমকে কিল ঘুষি মারে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
এদিকে ঘটনার খবর পেয়ে সাংবাদিকেরা সদর হাসপাতালে গেলে ছবি তুলতে বাধা দিয়ে আহত মাসুমকে নিয়ে দ্রুত একটি প্রাইভেট কারে ঘটনা স্থল ত্যাগ করেন জেলা ও থানা বিএনপির নেতাকর্মীরা।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মুসলিমা সপ্নীল জানান, তাঁর মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। ক্ষতস্থানে তিনটি সেলাই দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে জেলা বিএনপির সদস্য সচীব এম এম মজিদ জানান, আমি জেলার বাইরে আছি। তবে ঘটনাটি শুনেছি। যুবদলের মধ্যে কোন প্রোগ্রামের শিডিউল নিয়ে হয়তো এ হাতাহাতির ঘটনা হতে পারে। তবে এটা তেমন কোন ঘটনা না।
তবে এ ব্যাপারে অভিযুক্ত মোস্তাকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বারবারই লাইন কেটে দেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঘটনাটি আমি শুনেছি। তবে কেউ কোন অভিযোগ করেনি।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে