Ajker Patrika

দৌলতপুর হাট ইজারাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
দৌলতপুর হাট ইজারাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলা

কুষ্টিয়ার দৌলতপুরে হাট ইজারাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এ সময় আত্মরক্ষায় তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন ওই ব্যবসায়ী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

গতকাল রোববার বিকেলে উপজেলার তারাগুনিয়া বাজার সংলগ্ন ব্যবসায়ী হুমায়ুন কবির জনির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিপক্ষের লোকজন দেশিও অস্ত্র সহকারে হামলা চালায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে হামলার প্রমাণ পাওয়া গেছে।

ব্যবসায়ী হুমায়ূন কবির জনি বলেন, ‘হাট ইজারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। সে সময় পরিবারের নিরাপত্তার স্বার্থে আমি আমার অনুমোদিত একনলা বন্ধুক দিয়ে তিন রাউন্ড ফাঁক গুলি করি। এতে প্রতিপক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।’

এ সময় তিনি আরও বলেন, ‘তারাগুনিয়া তহ-হাটের ইজারা নিতে আমিসহ অনেকেই দরপত্র কিনেছে, যে সরকারকে বেশি রাজস্ব দেবে সে হাটের ইজারা পাবে। হামলার ঘটনায় রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। তা ছাড়া আত্মরক্ষায় করা গুলির বিষয়ে একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।’

এ বিষয়ে অভিযুক্ত মামলত মণ্ডল বলেন, ‘এ ধরনের হামলার কোনো ঘটনায় আমি ছিলাম না, জানিও না।

আরেক অভিযুক্ত বরকত মণ্ডল হামলার বিষয়টি স্বীকার করে বলেন, ‘জনির কাছ আমি ৩ বছর আগে হাটের অংশীদার হতে টাকা দিয়েছিলাম, পরে অংশীদারত্বও দেয়নি, টাকাও ফেরত দেয়নি। গতকাল বিকেলে টাকা চাইতে গিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। তখন জনি গুলি করলে আমরা পালিয়ে আসি।’

তবে তাঁদের সঙ্গে আর্থিক কোনো লেনদেন নেই বলে জানিয়েছেন জনি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘তেমন বড় কিছু ঘটেনি। হাটের শিডিউল জমা সংক্রান্ত বিষয়ে এই ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত