Ajker Patrika

যশোরে আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরে আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

যশোরের অভয়নগরে আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার আকিজ সিটিতে আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ শেখ মাহমুদুন নবীর সভাপতিত্বে মেলায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ও উইং কমান্ডার (অব.) বেনজির আলী মোঘল। বিশেষ অতিথি নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। 

উপস্থিত ছিলেন- শিক্ষক শহিদুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান প্রমুখ। 

আলোচনা সভা শেষে অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ছাত্রছাত্রীদের তৈরি বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ের ওপর ২৫টি স্টল দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত