বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দরে ২০২১-২২ অর্থবছরে ৮ হাজার ৪৭৫ কোটি টাকা মূল্যের ৪ লাখ ৫১ হাজার ৩৯৫ টন বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি করা হয়েছে। এর আগে ২০২০-২১ অর্থবছরে এ বন্দরে রপ্তানির পরিমাণ ছিল ২ লাখ ৯৭ হাজার ৪৯ টন। ২০২০-২১ অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে রপ্তানি বেড়েছে ১ লাখ ৫৪ হাজার ৩৪৪ টন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, করোনাকালীন দেশের অর্থনীতিকে সচল রাখতে সরকারের নির্দেশে বন্দর ও কাস্টমস নিরলসভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করেছে। এতে বিপুল পরিমাণে পণ্য ভারতে রপ্তানি করা সম্ভব হয়েছে। অপরদিকে পদ্মা সেতু চালু হওয়ায় সামনের বছর রপ্তানি বাড়বে। তবে রেলে রপ্তানি বাণিজ্য চালু করতে পারলে এবং নিরলসভাবে বাণিজ্য সম্পাদনে যেসব প্রতিবন্ধকতা আছে তা দ্রুত নিরসন করলে আরও রপ্তানি কার্যক্রম নিরলসভাবে চলবে।
রপ্তানিকারক তৌহিদুর রহমান বলেন, দেশীয় পণ্যের মান ভালো হওয়ায় ভারতে কদর বেড়েছে। গত অর্থবছরে ভারতে এ যাবৎকালের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানি বাড়ায় দেশে মানুষের কর্মসংস্থানও বেড়েছে। পদ্মা সেতু চালু হওয়ায় যোগাযোগব্যবস্থা সহজ হয়েছে। এতে সামনের দিনে রপ্তানি আরও বাড়বে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল বলেন, প্রতিদিন রেলে ভারত থেকে পণ্য আসছে। পরে বন্দরে পণ্য খালাস করে খালি বগি নিয়ে ফেরত যায় কলকাতায়। যদি রেলে রপ্তানি পণ্য পরিবহন করা যায় তবে বাণিজ্য সহজ হবে ও খরচ কমে আসবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাজেদুর রহমান জানান, নিরাপত্তা নিশ্চিত করতে ওপারে রপ্তানি পণ্যবাহী ট্রাক তল্লাশিতে দীর্ঘ সময়ক্ষেপণ করা হয়। জায়গাও সংকট রয়েছে। এতে সব ট্রাক ভারতে ঢুকতে পারে না। এ ক্ষেত্রে যদি সময় কমিয়ে দ্রুত তল্লাশি করা এবং বন্দরে জায়গা বৃদ্ধি করা হয় তবে রপ্তানি আরও বাড়বে।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে করোনায় সুরক্ষা ব্যবস্থা নিয়ে বন্দর চালু রাখার নির্দেশ ছিল সরকারের। এতে সরকারি ছুটির দিনেও বন্দর খোলা রেখে কাজ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। ফলে দেড় লাখ টনেরও বেশি পরিমাণ পণ্য ভারতে রপ্তানি করা সম্ভব হয়েছে। পদ্মা সেতু চালু হওয়ায় বাণিজ্য আরও গতিশীল হয়েছে। তবে পণ্য পরিবহনে ওপারে যেসব জটিলতা আছে, তা নিরসনে এরই মধ্যে আলোচনা করে সন্তোষজনক কিছু সমাধানও এসেছে।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান বলেন, এরই মধ্যে পণ্য পরিবহনের ক্ষেত্রে দুই দেশের ব্যবসায়ীরা পদ্মা সেতুর সুফল পেতে শুরু করেছেন। রেলে ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য চলছে। এখন রেলে রপ্তানি বাণিজ্য চালু হলে আরও গতিশীল হবে। ভারতের কাছ থেকে রেলে রপ্তানির বিষয়ে প্রস্তাব এসেছে। এটি বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা দেখছেন।
বেনাপোল বন্দরে ২০২১-২২ অর্থবছরে ৮ হাজার ৪৭৫ কোটি টাকা মূল্যের ৪ লাখ ৫১ হাজার ৩৯৫ টন বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি করা হয়েছে। এর আগে ২০২০-২১ অর্থবছরে এ বন্দরে রপ্তানির পরিমাণ ছিল ২ লাখ ৯৭ হাজার ৪৯ টন। ২০২০-২১ অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে রপ্তানি বেড়েছে ১ লাখ ৫৪ হাজার ৩৪৪ টন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, করোনাকালীন দেশের অর্থনীতিকে সচল রাখতে সরকারের নির্দেশে বন্দর ও কাস্টমস নিরলসভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করেছে। এতে বিপুল পরিমাণে পণ্য ভারতে রপ্তানি করা সম্ভব হয়েছে। অপরদিকে পদ্মা সেতু চালু হওয়ায় সামনের বছর রপ্তানি বাড়বে। তবে রেলে রপ্তানি বাণিজ্য চালু করতে পারলে এবং নিরলসভাবে বাণিজ্য সম্পাদনে যেসব প্রতিবন্ধকতা আছে তা দ্রুত নিরসন করলে আরও রপ্তানি কার্যক্রম নিরলসভাবে চলবে।
রপ্তানিকারক তৌহিদুর রহমান বলেন, দেশীয় পণ্যের মান ভালো হওয়ায় ভারতে কদর বেড়েছে। গত অর্থবছরে ভারতে এ যাবৎকালের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানি বাড়ায় দেশে মানুষের কর্মসংস্থানও বেড়েছে। পদ্মা সেতু চালু হওয়ায় যোগাযোগব্যবস্থা সহজ হয়েছে। এতে সামনের দিনে রপ্তানি আরও বাড়বে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল বলেন, প্রতিদিন রেলে ভারত থেকে পণ্য আসছে। পরে বন্দরে পণ্য খালাস করে খালি বগি নিয়ে ফেরত যায় কলকাতায়। যদি রেলে রপ্তানি পণ্য পরিবহন করা যায় তবে বাণিজ্য সহজ হবে ও খরচ কমে আসবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাজেদুর রহমান জানান, নিরাপত্তা নিশ্চিত করতে ওপারে রপ্তানি পণ্যবাহী ট্রাক তল্লাশিতে দীর্ঘ সময়ক্ষেপণ করা হয়। জায়গাও সংকট রয়েছে। এতে সব ট্রাক ভারতে ঢুকতে পারে না। এ ক্ষেত্রে যদি সময় কমিয়ে দ্রুত তল্লাশি করা এবং বন্দরে জায়গা বৃদ্ধি করা হয় তবে রপ্তানি আরও বাড়বে।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে করোনায় সুরক্ষা ব্যবস্থা নিয়ে বন্দর চালু রাখার নির্দেশ ছিল সরকারের। এতে সরকারি ছুটির দিনেও বন্দর খোলা রেখে কাজ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। ফলে দেড় লাখ টনেরও বেশি পরিমাণ পণ্য ভারতে রপ্তানি করা সম্ভব হয়েছে। পদ্মা সেতু চালু হওয়ায় বাণিজ্য আরও গতিশীল হয়েছে। তবে পণ্য পরিবহনে ওপারে যেসব জটিলতা আছে, তা নিরসনে এরই মধ্যে আলোচনা করে সন্তোষজনক কিছু সমাধানও এসেছে।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান বলেন, এরই মধ্যে পণ্য পরিবহনের ক্ষেত্রে দুই দেশের ব্যবসায়ীরা পদ্মা সেতুর সুফল পেতে শুরু করেছেন। রেলে ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য চলছে। এখন রেলে রপ্তানি বাণিজ্য চালু হলে আরও গতিশীল হবে। ভারতের কাছ থেকে রেলে রপ্তানির বিষয়ে প্রস্তাব এসেছে। এটি বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা দেখছেন।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে