Ajker Patrika

বাগেরহাটে ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বেতন-ভাতাসহ ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, পরিদর্শক, কর্মচারী কর্মকর্তাদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
বাগেরহাটে বেতন-ভাতাসহ ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, পরিদর্শক, কর্মচারী কর্মকর্তাদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটে বেতন-ভাতাসহ ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, পরিদর্শক, কর্মচারী কর্মকর্তারা মানববন্ধন করেছেন। শনিবার (১৭ মে) বেলা ১১টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষক মাওলানা বশির উদ্দিন, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মাহবুবুর রহমান, মো. ইব্রাহীম, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মশিউর রহমান, মাওলানা বেলাল আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষা গ্রহণে মসজিদভিত্তিক গণশিক্ষার গুরুত্ব রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রকল্পের শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তারা পাঁচ মাস ধরে বেতন-ভাতা পান না। বিভিন্ন সময়ে দাবি করেও বেতন-ভাতা মেলেনি। খেয়ে-না খেয়ে দিনাতিপাত করছেন স্বল্প বেতনভুক্ত এসব শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তা। অতিদ্রুত দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন মানববন্ধনকারীরা।

বাগেরহাটে বেতন-ভাতাসহ ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, পরিদর্শক, কর্মচারী কর্মকর্তাদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
বাগেরহাটে বেতন-ভাতাসহ ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, পরিদর্শক, কর্মচারী কর্মকর্তাদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

দাবিগুলো হচ্ছে—ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা (৮ম পর্যায়) প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আজহার আগে সব জনবলের পাঁচ মাসের বেতন-ভাতা ও বোনাস দিতে হবে। প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে। সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকারদের স্কেলভুক্ত বেতন প্রদান করতে হবে। শিক্ষকদের বেতন-ভাতা সম্মানজনক হারে বড়াতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত