Ajker Patrika

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন কুয়েট শিক্ষার্থীরা

খুলনা প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধ, উপাচার্য, সহ-উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবি নিয়ে আগামীকাল রোববার সকাল সাড়ে ৬টায় প্রেস ব্রিফিং করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর সকাল ৭টায় প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে রওনা হবেন তাঁরা। আজ শনিবার সন্ধ্যায় কুয়েটে আন্দালনরত শিক্ষার্থী রাহাত এ তথ্য জানিয়েছেন। শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে ক্যাম্পাসের পরিস্থিতি তুলে ধরে ভিসির পদত্যাগসহ ছয় দফা দাবি তুলে ধরবেন।

এদিকে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, উপাচার্য, সহ-উপাচার্যের পদত্যাগসহ ৬ দফা দাবিতে কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও দেয়ালে দেয়ালে পোস্টারিং করেছেন শিক্ষার্থীরা। শনিবার দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসের দেয়ালে ব্যাপক পোস্টারিং করা হয়।

এর আগে গতকাল শুক্রবার রাতে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তবে ওই সময় উপাচার্য মো. মাসুদ বাসভবনে ছিলেন না। তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

এদিকে কুয়েটে সংঘটিত সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষক সমিতি। শুক্রবার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। একই সঙ্গে কিছু শিক্ষার্থী উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত ও অশোভন আচরণ করেছেন। এ ঘটনারও তীব্র নিন্দা জানিয়েছে সমিতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত