Ajker Patrika

শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ

মাগুরার শ্রীপুরে শ্রাবণী আক্তার সাথী (২৪) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার আমলসার গ্রামের মধ্যপাড়ায় স্বামী রাসেল বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার রাতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গ থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ উপজেলার হাট শ্রীকোল গ্রামে দাফন করা হয়েছে। তিনি ওই গ্রামের পিকুল মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, গত ছয় বছর আগে উপজেলার আমলসার ইউনিয়নের আমলসার মধ্যপাড়া গ্রামের আতিয়ার বিশ্বাস ছেলে রাসেল বিশ্বাসের সঙ্গে শ্রাবণী আক্তার সাথীর বিয়ে হয়। তাঁদের সংসারে সাড়ে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে। সাথী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। সোমবার সন্ধ্যায় ছেলেকে মারে সাথী। এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। পরে আত্মহত্যার জন্য বিষপান করে সাথী। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

সাথীর মা অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন সময় যৌতুকের দাবিতে মারধর করত। ওই দিন মেয়েকে মেরে বিষ খাইয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। হত্যা যদি নাই করবে তাহলে হাসপাতালে কেন নিয়ে আসলো না তারা? আমি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন, ‘এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোর্ট আদেশের ভিত্তিতে মামলা গ্রহণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত