Ajker Patrika

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ভাইয়ের মৃত্যু, গুরুতর আহত বোন 

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ভাইয়ের মৃত্যু, গুরুতর আহত বোন 

যশোরের মনিরামপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন মুত্তাকিন হৃত্বিক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন বন্যা চৌধুরী (২৪) নামে এক যুবতী। স্থানীয় সময় আজ শুক্রবার দুপুরে মনিরামপুর নওয়াপাড়া সড়কের কুচলিয়া ওয়াপদা নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত মাহিন খুলনার ফুলতলার দামুধার গ্রামের মোফাজ্জেল তালুকদারের ছেলে। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। আহত বন্যা চৌধুরী একই এলাকার এনামুল কায়েসের স্ত্রী। সম্পর্কে মাহিন ও বন্যা মামাতো–ফুপাতো ভাই বোন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মনিরামপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব বিশ্বাস বলেন, ‘দুপুরে মোটরসাইকেলে চড়ে মাহিন ও বন্যা মনিরামপুরে আসছিলেন। তাঁরা কুচলিয়া ওয়াপদা নামক স্থানে মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়।’ 

প্রণব বিশ্বাস আরও বলেন, ‘দুপুর ১টা ৩০ মিনিটের দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মেয়েটিকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।’ 

বন্যার স্বামী এনামুল কায়েস বলেন, ‘আমার স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা। আজ শুক্রবার দুপুরে মনিরামপুরের রাজগঞ্জে তাঁকে এক কবিরাজ দেখাতে নেওয়ার কথা ছিল। আমি ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় মামাতো ভাইয়ের সঙ্গে বন্যাকে মনিরামপুরে পাঠিয়েছিলাম। তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাঁকে মনিরামপুর থেকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত যুবকের লাশ আমাদের হেফাজতে আছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত