Ajker Patrika

কৃষক সমিতির নেতা মুক্তিযোদ্ধা খালেক মারা গেছেন

­যশোর প্রতিনিধি
মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। ছবি: সংগৃহীত
মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। ছবি: সংগৃহীত

কৃষক সংগ্রাম সমিতির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মারা গেছেন। আজ বুধবার বেলা ১টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

আব্দুল খালেক সময় টিভির যুগ্ম বার্তা সম্পাদক নাজিম উদ-দৌলা সাদির বাবা। তিনি জানান, দীর্ঘদিন ধরে তাঁর বাবা বার্ধক্যজনিত অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তাঁর জানাজা বেতালপাড়ার চাঁদপুর গ্রামে অনুষ্ঠিত হবে।

মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহসভাপতি খলিলুর রহমান খান ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহসভাপতি খলিলুর রহমান খান ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি শ্যামল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, গণতান্ত্রিক মহিলা সমিতির সভাপতি জিন্নাত রেহেনা ও সাধারণ সম্পাদক রহিমা জামাল, জাতীয় ছাত্রদলের সভাপতি তৌফিক হাসান পাপ্পু ও সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত