Ajker Patrika

গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বালুর স্তূপে ধাক্কা, যুবক নিহত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বালুর স্তূপে ধাক্কা, যুবক নিহত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বালুর স্তূপে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়ার সড়কের অলিনগর নামক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম নোমান হোসেন (২৫)। নোমান কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিল বোয়ালিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের আইয়ুব আলীর নাতি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নোমান মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় অলিনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বালির স্তূপের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন নোমান। পরে স্থানীয়দের সহযোগিতায় বামন্দী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আবির হোসেন বলেন, নোমানকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন আমরা তাকে মৃত অবস্থায় পায়। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত নোমানের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত