Ajker Patrika

খুলনা মেডিকেল হাসপাতালের গেট থেকে নবজাতক চুরি

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১০: ২২
খুলনা মেডিকেল হাসপাতালের গেট থেকে নবজাতক চুরি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক দিন বয়সের একটি নবজাতক চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে থেকে নবজাতকটি চুরি হয়ে যায়। হাসপাতালে নবজাতকটি জন্মের পর তাকে নিয়ে বাড়িতে ফিরছিলেন স্বজনেরা। 

নবজাতকের মামা মো. মোস্তফা বলেন, মঙ্গলবার সকালের দিকে তাঁর বোন রানিমা বেগমের প্রসব বেদনা ওঠে। বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। দুপুরের দিকে সন্তান জন্ম হয়। বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়। এরপর গেটের সামনে এসে গাড়িভাড়া নিয়ে চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। 

একপর্যায়ে ওই চালক গাড়ির চাবি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এর মধ্যে আরও কয়েকজন চালক তাঁর ওপর উত্তেজিত হয়ে মারমুখী আচরণ করেন। এ সময় নবজাতক তার খালা সোনিয়া বেগমের কোলে ছিল। সেখানে দাঁড়িয়ে থাকা মাস্ক পরা এক নারী নবজাতককে কোলে দেওয়ার কথা বলেন। ওই নারীর কোলে নবজাতককে দিয়ে সোনিয়া বেগম ঝগড়া থামাতে যান। এরই মধ্যে ওই নারী নবজাতকে নিয়ে পালিয়ে যান। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে। 
 
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। 
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত