Ajker Patrika

কোটচাঁদপুরে ট্র্যাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু, আহত ১ 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৪৫
কোটচাঁদপুরে ট্র্যাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু, আহত ১ 

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্র্যাক্টরের ধাক্কায় মাহমুদুল হাসান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন রবি নামে অপর আরোহী। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার গালিমপুরে এ দুর্ঘটনা ঘটে। তাঁদের দুজনের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলায়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে উপজেলার গালিমপুর মোড়ে মাটিবোঝাই একটি ট্র্যাক্টরের সঙ্গে ধাক্কা লাগে ওই মোটরসাইকেলের। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেলের দুই আরোহী। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাহমুদুল ইসলামকে (২৫) মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রবিকে (২৬) উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়। 
দুর্ঘটনার পর ট্র্যাক্টরটি দ্রুত পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা। 

নিহতের সহকর্মী সোহান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মাহমুদুল হাসান ছিলেন জাপান টোব্যাকো কালীগঞ্জ অফিসের স্টোরকিপার এবং রবি ছিলেন স্টোর সহকারী। দুজন মোটরসাইকেলে করে কোটচাঁদপুরে আসছিলেন। পথে দুর্ঘটনায় পড়েন তাঁরা। খবর পেয়ে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে এসেছি।’ 

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রমিজ উদ্দিন তপু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গুরুতর আহত অবস্থায় দুজনকে পেয়েছি। এর মধ্যে মাহমুদ হাসানকে চিকিৎসা দেওয়ার আগেই মারা যায়। রবি নামের আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে পাঠানো করা হয়েছে।’ 

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে কাউকে পাওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত