Ajker Patrika

গাঁজা সেবনে অজ্ঞান কিশোর

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৩, ২২: ৫৫
গাঁজা সেবনে অজ্ঞান কিশোর

বন্ধুদের সঙ্গে গাঁজা সেবন করে এক কিশোর (১৫) সংজ্ঞা হারিয়ে ফেলেছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ওই কিশোরের বাবা জানান, আজ দুপুরের কিছু আগে ঘাটে বাঁধা তার নৌকা উধাও হয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বেলা ২টার দিকে একই এলাকার দুই কিশোর নৌকা নিয়ে ঘাটে ফিরে আসে। এ সময় তাঁকে দেখে নৌকা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে তিনি নৌকার মধ্যে নিজের ছেলেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন।

ওই কিশোরের বাবার দাবি, একই এলাকার ‘বখাটে’ দুই কিশোর জোর করে তাঁর ছেলেকে গাঁজা খাইয়েছে। তবে গাঁজা খাওয়ার কথা অস্বীকার করে অভিযুক্ত কিশোরেরা বলেছে, ঘুরতে গিয়ে তাদের বন্ধু অসুস্থ হয়ে পড়ে। তখন তারা লোকালয়ে ফিরে আসে।

এদিকে জাহিদুল ইসলামসহ স্থানীয়রা জানান, অজ্ঞান হয়ে পড়া কিশোরের বাবার নৌকা নিয়ে তিন কিশোর মাদার নদীর অপর পাড়ের বনের মধ্যে যায়। গাঁজা খাওয়ার পর অজয় ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়ে। তখন অপর দুই সহযোগী দ্রুত তাকে নিয়ে লোকালয়ে ফিরে এসে নৌকা ফেলে পালিয়ে যায়।

রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ জাহিদ হোসেন জানান, সাম্প্রতিক সময়ে রমজাননগরসহ আশপাশের এলাকাজুড়ে মাদকের মারাত্মক বিস্তার ঘটেছে। অজ্ঞান হয়ে পড়া কিশোরের বাবাকে জোর করে গাঁজা খাওয়ানোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনাটি পুলিশ খতিয়ে দেখবে। মাদকের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত