Ajker Patrika

দেশে লুটপাটের মহোৎসব চলছে: নিতাই রায়

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৭: ৪৪
দেশে লুটপাটের মহোৎসব চলছে: নিতাই রায়

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশে লুটপাটের মহোৎসব চলছে। আমাদের শ্রমিক ভাইয়েরা বিদেশে কষ্ট করে দেশে টাকা পাঠায়, আর লুটেরারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাঠায়।’ 

আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট শহরের সম্মিলনী মোড়ে বিএনপির কার্যালয়ে খুলনা বিভাগীয় সমাবেশের প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

নিতাই রায় বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ নানা উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে সরকার। বিনা ভোটের এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। বিএনপির নেতৃত্বে জনগণই এই সরকারকে ক্ষমতা থেকে নামাবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ 

নিতাই রায় চৌধুরী আরও বলেন, ‘বিএনপি গণতন্ত্র ও আন্দোলনমুখী দল। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে। সেই লক্ষ্যে সারা দেশে বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আগামী ৪ ফেব্রুয়ারি ১০ দফা দাবিতে প্রতিটি বিভাগে মহাসমাবেশ হবে। এই সমাবেশ সফল করতে ক্ষমতাসীনেরা নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে।’ সব বাধা-বিপত্তি উপেক্ষা করে নেতা-কর্মীদের সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা। 

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, হাদিউজ্জামান হীরু, হাফিজুর রহমান হাফিজ, বিএনপি নেতা শরিফুল কালাম কারীম, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল ইসলাম শান্ত, কৃষক দলের নেতা আওছাফুদ্দৌলা জুয়েল, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ, সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত