Ajker Patrika

ফকিরহাটে কাভার্ড ভ্যান থেকে ৪ হাজার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২৩, ১৪: ৩০
ফকিরহাটে কাভার্ড ভ্যান থেকে ৪ হাজার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২

বাগেরহাটের ফকিরহাট মডেল থানার পুলিশের অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে ৪ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়। মিনারেল ওয়াটার বহনকারী কাভার্ড ভ্যানটিও জব্দ করেছে পুলিশ। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ঝালকাঠির মুরাসাতা এলাকার মৃত কাশেম আলী হাওলাদারের ছেলে কাভার্ড ভ্যানের চালক মো. আইয়ুব আলী হাওলাদার (৪৩) ও তাঁর সহকারী মোরেলগঞ্জের খালকুলা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে রুবেল হোসেন (২৫)। মো. আইয়ুব আলী হাওলাদার বর্তমানে খুলনার গল্লামারী এলাকায় বসবাস করেন। 

পুলিশ জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোপনে সংবাদ পেয়ে মডেল থানার পুলিশ টাউন-নওয়াপাড়া মোড় এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী মিনারেল ওয়াটার বহন করা কাভার্ড ভ্যানটির গতি রোধ করা হয়। এরপর গাড়ির ভেতরে তল্লাশি করে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। 

ফকিরহাট মডেল থানার ওসি মু. আলীমুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত