Ajker Patrika

পাতিলে জমানো বৃষ্টির পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রতিনিধি, কুমারখালী (কুষ্টিয়া) 
পাতিলে জমানো বৃষ্টির পানিতে পড়ে শিশুর  মৃত্যু

রান্নার কাজে ব্যবহারের জন্য বড় পাতিলে জমানো হয়েছিল বৃষ্টির পানি। পাতিলটি রাখা ছিল ঘরের বারান্দার সামনের সিঁড়িতে। এক বছর দুই মাস বয়সী সাদিয়া খেলতে গিয়ে পড়ে যায় সেই পাতিলে। পাশেই মা গৃহস্থালির কাজ করছিলেন। কিছুই টের পাননি। যখন শিশুর কথা মনে পড়েছে ততক্ষণে পাতিলের ভেতরেই মারা গেছে সাদিয়া।

এ ঘটনা ঘটেছে আজ সোমবার সকাল ১১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের রায়পাড়া গ্রামে। শিশু সাদিয়া এই গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে।

শিশুর চাচা ফজলু বলেন, সাদিয়া বারান্দায় খেলা করছিল। পাশেই ওর মা কাজ করছিলেন। ঘরের সিঁড়িতে বড় পাতিলে বৃষ্টির পানি রাখা ছিল। কখন সাদিয়া পাতিলে পড়েছে টের পাননি। টের পেয়ে পাতিল থেকে বের করে স্থানীয় পল্লী চিকিৎসক মুরাদ আলীর কাছে নেওয়া হয়। তার আগেই সে মারা যায়।

এ খবর নিশ্চিত করে শিলাইদহ ইউনিয়নে পরিষদের মেম্বার ইকবাল বলেন, খেলা করতে করতে পাতিলে রাখা পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। খুব দুঃখজনক ঘটনা।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকার বলেন, পাতিলে জমানো পানিতে পড়ে শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত